কলকাতা, 21 জুলাই: রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ ৷ বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের সংকেত আগেই দিয়েছিলেন ৷ তাই শহিদ দিবসের সমাবেশে মাস্ক বাধ্যতামূলক ও দূরত্ব বিধি মানার নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য দফতর (No Mask In 21 july) ৷ দু‘টি বিধির কোনওটাই মানতে দেখা গেল না 21 জুলাইয়ের সমাবেশে ৷
দু‘বছর পর ভার্চুয়ালি হওয়ার পর এবার তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশ হয়েছে ধর্মতলা চত্বরে । সেই সমাবেশে দূর-দূরান্ত থেকে কর্মী-সমর্থক যোগ দিয়েছিলেন । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মানুজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সকলেই অপেক্ষায় ছিলেন দলনেত্রীর বার্তার । কিন্তু এইসবের মাঝে কোথাও চোখে পড়ল না কোভিড বিধি ।