কলকাতা, 1 জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ঘোষণা মতোই আজ থেকে রাজ্যে পথে নামল বাস, অটো, টোটো ৷ কোভিড সংক্রান্ত নয়া নির্দেশিকায় (Covid Restrictions) 50 শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস (Private Bus) চালানোর অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে বাস্তবে দেখা গিয়েছে, রাস্তায় বেসরকারি বাস হাতে গোনা ৷ আর অটোর উপর ভরসা করতে গেলে ট্যাঁকের কড়ি খসছে হুড়মুড়িয়ে ৷ কারণ ভাড়া ইচ্ছেমতো বাড়িয়ে রেখেছেন অটোচালকরা ৷ ফল যা হওয়ার তাই হয়েছে ৷ রাস্তায় নেমে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ৷
গত 28 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, করোনা বিধিনিষেধ 15 জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । তবে 1 জুলাই থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস । এর পাশাপাশি চলবে অটো ও টোটোও । তবে ট্রেন বা মেট্রো চলাচলে এখনই ছাড় দেওয়া হয়নি । মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই বাসমালিকরা জানিয়ে দিয়েছিলেন, জ্বালানির দাম যেভাবে বাড়ছে, তাতে বিধিনিষেধ মেনে যাত্রী সাধারণকে পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব ৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাস্তায় নামানোর আগে বাসের সমস্ত কন্ডাক্টর ও চালকের টিকাকরণ করাতে হবে ৷ বাসগুলিকেও নিয়মিত সংক্রমণমুক্ত করতে হবে ৷ যাত্রীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ বাসমালিকরা এ সব শুনে বলেছিলেন, এই নির্দেশ মানা হলে তাঁদের চরম আর্থিক সঙ্কটে পড়তে হবে ৷ এই অবস্থায় 1 জুলাই আদৌ রাস্তায় বাস নামবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন বাসমালিকরা ৷
আরও পড়ুন:রাজ্যে 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধ , চালু হচ্ছে বাস পরিষেবা
বাস্তবে সেই আশঙ্কা সত্যি হল ৷ অন্তত প্রথম দিন ৷ রাস্তায় বাস, অটো পাওয়ার আশা নিয়েই আজ যে যার কাজে বেরিয়েছিলেন আমজনতা ৷ কিন্তু রাস্তায় নেমে তাঁদের দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়েছে ৷ সরকারি বাস চললেও বেসরকারি বাসের সংখ্যা ছিল হাতে গোনা ৷ স্বাভাবিক অবস্থায় প্রতিদিন শহরে বেসরকারি বাস চলে প্রায় 3000 ৷ এসি বাস চলে শ'তিনেক ৷ কিন্তু আজ রাস্তায় বেরিয়ে বাসের দেখা মেলেনি ৷ ব্যক্তিগত গাড়িই বেশি নজরে এসেছে ৷
আরও পড়ুন :করোনা বিধিনিষেধে কর্মহীন পরিবহণ কর্মীদের পাশে আইএনটিটিইউসি