মেদিনীপুর, 2 জানুয়ারি: ওমিক্রনের প্রভাব ও কোভিডের (covid in bengal) বাড়-বাড়ন্ত রুখতে কঠোর বিধিনিষেধের পথে হেঁটেছে রাজ্য সরকার । জরুরি ভিত্তিতে জারি করা নির্দেশিকায় 50% লোক নিয়েই সরকারি-বেসরকারি অফিস চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ জারি হয়েছে নাইট কার্ফু ৷ বন্ধ স্কুল-কলেজ ৷ সন্ধে 7টার পর বন্ধ লোকাল ট্রেন ৷ তবে কোভিড রুখতে মানুষের সচেতনতার উপরই বেশি জোর দিচ্ছে প্রশাসন ৷ আর সে জন্যই জেলায় জেলায় শুরু হয়েছে প্রচার (awareness campaign by west midnapore police)৷ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা রাস্তায় নেমে মাইকিং করে সতর্ক করছেন সাধারণ মানুষকে ৷
গত কয়েকদিনে রাজ্যে করোনার সংক্রমণ হু হু করে বেড়ে চলায় রবিবার বেশকিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার ৷ সেই নির্দেশ পালনে পথে নেমেছে পুলিশ ও প্রশাসন । চলছে মাইকিং, ধরপাকড় এবং কোভিড সচেতনতায় প্রচার ।
আরও পড়ুন:Covid cases Spike in kolkata hospitals : দুই মেডিক্যাল কলেজে চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
রবিবার নবান্ন থেকে নির্দেশিকা পেয়ে রাস্তায় নেমেছে মেদিনীপুরের পুলিশ (west midnapore news)। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে, সাব ডিভিশনে এবং ব্যস্ত রাস্তায় চলছে মাইকিং । মাইকিং করে মানুষকে সরকারের নির্দেশিকা পালনের কথা বলছে পুলিশ ৷ নতুন করে কোভিড হাসপাতাল তৈরি রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে । এছাড়াও টিকা দেওয়ার গতি বাড়ানোর কথা বলেছে প্রশাসন ।
রাস্তায় নেমে প্রচারে পুলিশ আরও পড়ুন:Corona Update in Bengal : কোভিড বিধিনিষেধ ঘোষণার দিনই দৈনিক আক্রান্ত 6 হাজার পার
নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে প্রচার চালাচ্ছে মেদিনীপুরের কোতোয়ালির পুলিশ প্রশাসন । শুধু মেদিনীপুর পুলিশ না, মেদিনীপুরের ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, গড়বেতা, পিংলা, সবং, ডেবরা, খড়গপুর-সহ বিভিন্ন জায়গায় চলে প্রচার । মাস্ক পরতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, কোভিড বিধি মেনে চলতে অনুরোধ করেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ৷