পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

2 মে পার্টি অফিসগুলিতে করোনা বিধি মানার নির্দেশ হাইকোর্টের

2 মে গণনার দিন পার্টি অফিসগুলিতে কঠোরভাবে করোনা বিধি মানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আদালত জানিয়েছে, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি ৷

covid-protocol-should-be-followed-strictly-in-political-parties-offices-calcutta-high-court
2 মে পার্টি অফিসগুলিতে করোনা বিধি মানার নির্দেশ হাইকোর্টের

By

Published : Apr 30, 2021, 4:28 PM IST

কলকাতা, 30 এপ্রিল: ভোটগণনার দিন বিভিন্ন রাজনৈতিক দলের অফিসগুলিতে কঠোরভাবে মানতে হবে করোনা বিধি ৷ নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছে, পার্টি অফিসগুলিতে মানতে হবে সামাজিক দূরত্ব বিধি ।

রাজ্য বিধানসভা ভোটের গণনা আগামী রবিবার, 2মে । ওই দিন বিভিন্ন রাজনৈতিক দলগুলির অফিস বন্ধ রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা ।মামলায় বলা হয়, বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি সে কথা বিবেচনা করে ভোটের ফলাফল ঘোষণার দিন রাজনৈতিক দলগুলোর অফিস বন্ধ রাখার নির্দেশ দিক হাইকোর্ট । তাতে সংক্রমণের সম্ভাবনা কিছুটা হলেও কমবে । সেই মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত ।

মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এখন সমস্ত কিছুই নির্বাচন কমিশনের হাতে । কমিশন চাইলে সেই নির্দেশ দিতেই পারেন । রাজ্যের কিছু করার নেই । তখন প্রধান বিচারপতি বলেন, "নির্বাচনের ফলাফল ঘোষণার পর সবকিছু আপনাদের হাতে চলে আসবে ৷ আইন-শৃঙ্খলা আপনাদের হাতে, পুলিশ প্রশাসন আপনাদের হাতে ।" জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, ভোটের ফলাফল ঘোষণার পরও বহু অফিসার নির্বাচন কমিশনের অধীনে থাকেন ।

আরও পড়ুন:নয়া 55 অক্সিজেন প্ল্যান্টের কাজ দ্রুত শুরু করতে তত্পর রাজ্য

তখন প্রধান বিচারপতি তাঁকে বলেন, আগামী পরশুদিন ভোটের গণনা, সব পক্ষই এই ব্যাপারে একমত যে, হাতে সেই পরিমাণ সময় নেই যে বসে কিছু ঠিক করা যাবে । প্রধান বিচারপতির যুক্তি, নির্বাচন কমিশন আগেই করোনা বিধি নিয়ে একাধিক নির্দেশিকা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে আদালত রাজনৈতিক দলগুলির অফিস বন্ধ রাখার নির্দেশ দিতে পারে না ৷ তবে গাইডলাইন যাতে কঠোরভাবে মানা হয়, সেই নির্দেশ দিয়েছে আদালত ।

ABOUT THE AUTHOR

...view details