কলকাতা, 21 অক্টোবর : প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় দেখে সিঁদুরে মেঘ দেখেছিলেন অনেকেই । পুজো শেষ হতেই সেই আশঙ্কা এ বার সত্যি হয়ে দেখা দিচ্ছে । গত 24 ঘণ্টায় কলকাতায় 260 জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন । তার মধ্যে 163 জনের যদিও দু’টি টিকাই নেওয়া হয়ে গিয়েছিল ৷ তার পরও তাঁদের শরীরে সংক্রমণ মিলল ৷
টিকা নেওয়ার পর নতুন করে যাঁরা সংক্রমিত হলেন, তাঁদের মধ্যে আবার 120 জনই উপসর্গহীন ছিলেন ৷ মাত্র 43 জনের মধ্যে কোভিডের উপসর্গ দেখা দেয় ৷ তার পর পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে ৷ পুজো মিটতেই এ ভাবে সংক্রমণ বাড়ায় তাই উদ্বেগে কলকাতা পৌরনিগম ৷ বিষয়টি নিয়ে নবান্নে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হচ্ছে ৷
আরও পড়ুন:Suvendu-Babul : পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে আক্রমণ শুভেন্দু'র
কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, হাসপাতালের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ৷ তাই এই মুহূর্তে নতুন করে কোয়রান্টাইন সেন্টার তৈরি করা হবে না ৷ কলকাতা পৌরনিগম স্বাস্থ্য দফতরের কর্মীদের ছুটি বাতিল করেছে । তবে পরিস্থিতির অবনতি হলে সেফ হোম তৈরি রাখা হয়েছে ৷ সেখানে আক্রান্তদের নিভৃতবাসে পাঠানো হতে পারে ৷ শিশুদের জন্যও 60 বেডের সেফ হোম প্রস্তুত রাখা হয়েছে ৷