পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Coronavirus in Kolkata : দু’টি টিকা নেওয়ার পরও আক্রান্ত, পুজো মিটতেই শহরে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ - Dengue

উৎসবের আবহে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চিকিৎসক থেকে রাজ্য স্বাস্থ্য দফতর ৷ তা উপেক্ষা করেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ ৷ তাঁদের মধ্যে সিংহভাগের মুখে মাস্ক পর্যন্ত ছিল না ৷

COVID cases increases in kolkata after durga puja even after full vaccination
পুজো মিটতেই শহরে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

By

Published : Oct 21, 2021, 8:08 PM IST

কলকাতা, 21 অক্টোবর : প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় দেখে সিঁদুরে মেঘ দেখেছিলেন অনেকেই । পুজো শেষ হতেই সেই আশঙ্কা এ বার সত্যি হয়ে দেখা দিচ্ছে । গত 24 ঘণ্টায় কলকাতায় 260 জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন । তার মধ্যে 163 জনের যদিও দু’টি টিকাই নেওয়া হয়ে গিয়েছিল ৷ তার পরও তাঁদের শরীরে সংক্রমণ মিলল ৷

টিকা নেওয়ার পর নতুন করে যাঁরা সংক্রমিত হলেন, তাঁদের মধ্যে আবার 120 জনই উপসর্গহীন ছিলেন ৷ মাত্র 43 জনের মধ্যে কোভিডের উপসর্গ দেখা দেয় ৷ তার পর পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে ৷ পুজো মিটতেই এ ভাবে সংক্রমণ বাড়ায় তাই উদ্বেগে কলকাতা পৌরনিগম ৷ বিষয়টি নিয়ে নবান্নে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হচ্ছে ৷

আরও পড়ুন:Suvendu-Babul : পিসি-ভাইপোর সঙ্গে কীসের চুক্তি ? বাবুলকে আক্রমণ শুভেন্দু'র

কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, হাসপাতালের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ৷ তাই এই মুহূর্তে নতুন করে কোয়রান্টাইন সেন্টার তৈরি করা হবে না ৷ কলকাতা পৌরনিগম স্বাস্থ্য দফতরের কর্মীদের ছুটি বাতিল করেছে । তবে পরিস্থিতির অবনতি হলে সেফ হোম তৈরি রাখা হয়েছে ৷ সেখানে আক্রান্তদের নিভৃতবাসে পাঠানো হতে পারে ৷ শিশুদের জন্যও 60 বেডের সেফ হোম প্রস্তুত রাখা হয়েছে ৷

উৎসবের আবহে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চিকিৎসক থেকে রাজ্য স্বাস্থ্য দফতর ৷ তা উপেক্ষা করেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ ৷ তাঁদের মধ্যে সিংহভাগের মুখে মাস্ক পর্যন্ত ছিল না ৷ পুজো মিটতে তারই প্রভাব টের পাওয়া যাচ্ছে ৷ গত তিন দিনের সংক্রমণের সংখ্যায় উদ্বেগ দেখা দিয়েছে ৷

আরও পড়ুন:BJP Protest : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আসানসোলে শুভেন্দুর মশাল মিছিল

করোনার পাশাপাশি ডেঙ্গি সংক্রমণও চিন্তায় রেখেছে প্রশাসনকে । পৌরনিগমের 116 নম্বর ওয়ার্ড বেহালা কলাবাগানে বেশ কয়েক জন ডেঙ্গিতে আক্রান্ত । দিন দশেক আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দীপালি দত্ত নামের এক মহিলার মৃত্যু হয় সেখানে । এলাকার অনেকেরই জ্বর রয়েছে বলে জানা গিয়েছে । স্থানীয়দের অভিযোগ, একটানা বৃষ্টিতে এখনও জল জমে রয়েছে এলাকায় । সেখান থেকে মশার উপদ্রব বেড়েছে । আদিগঙ্গার নিকাশি নিয়েও সরব হয়েছেন অনেকে ।

এ নিয়ে যোগাযোগ করলে 116 নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর কৃষ্ণা সিং জানান, তিনি এই বিষয়ে তিনি কিছু জানেন না । তবে তাঁর এলাকায় যেখানেই ডেঙ্গি সংক্রমণ পাওয়া গিয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details