কলকাতা, 11 জানুয়ারি : মহানগরের 17টি এলাকায় সংক্রমণ এখন বেলাগাম গতিতে বেড়ে চলেছে (Increasing COVID cases in KMC area) ৷ চলছে জীবাণুনাশক স্প্রে । বাজারগুলিতে কড়াকড়ি শুরু করেছে পুলিশ । পৌরনিগম কর্তৃপক্ষ সংক্রমণ প্রবণ ওয়ার্ডগুলিকে চিহ্নিত করা হয়েছে ৷ 69, 74, 109, 31, 63, 93, 81, 65, 68 ও 107 নম্বর ওয়ার্ডে করোনা সংক্রমণের জন্য রাতের ঘুম করেছে নাগরিকদেরও । এই দশটি ওয়ার্ডের এক-একটিতে গত 14 দিনে 600 থেকে 1 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন শহরে ।
গত 14 দিনে কলকাতা পৌরনিগম এলাকায় 45 হাজার 46 জন আক্রান্ত । কেএমসি সূত্রে জানা গিয়েছে, সংক্রমণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে 69 নম্বর ওয়ার্ড । সেখানে আক্রান্ত হয়েছেন 1747 জন । এই ওয়ার্ডের মধ্যে পড়ছে বালিগঞ্জ সার্কুলার রোড, বেকবাগান রোড, ডোভার রোড, শরৎ বোস রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ । এরপরই রয়েছে 74 নম্বর ওয়ার্ড । 14 দিনে এই ওয়ার্ডে 1655 জন সংক্রামিত হয়েছেন । এই ওয়ার্ডের মধ্যে পড়ছে আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, চেতলা হাট রোড ৷ তারপর রয়েছে 109 নম্বর ওয়ার্ড । এখানে সংক্রামিত হয়েছেন 1196 জন ৷ এই ওয়ার্ডের মধ্যে পড়ছে কালিকাপুর, অজয়নগর, সন্তোষপুর, মুকুন্দপুর অঞ্চল ৷ করোনার প্রথম পর্বেও এই চত্বর সংক্রমণের শীর্ষে ছিল । 31 নম্বর ওয়ার্ডের ক্যানাল সার্কুলার রোড, সিটি স্কিম, কাঁকুড়গাছি অঞ্চলে কোভিডে আক্রান্ত হয়েছেন 1162 জন ৷