পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 26 - Cororna related news in west Bengal

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 26 । যার মধ্যে দু'জন কলকাতার বাসিন্দা । একজন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা । আর একজনের বাড়ি সালকিয়ায় ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Mar 31, 2020, 11:51 AM IST

কলকাতা, 31 মার্চ : রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । খোঁজ মিলল আরও চার আক্রান্তের । তাঁদের মধ্যে দু'জন কলকাতার বাসিন্দা। একজন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা । আর 29 তারিখ হাওড়া হাসপাতালে ভরতি করা হয়েছিল এক মহিলাকে । গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয় । তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল SSKM হাসপাতালে । গতরাতে সেই রিপোর্ট পজ়িটিভ আসে । ওই মহিলার বাড়ি উত্তর হাওড়ার সালকিয়ায় ।

দুই কোরোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে একজন সল্টলেকের বাসিন্দা ও আর একজন টালিগঞ্জের বাসিন্দা । বয়স যথাক্রমে 51 ও 52 বছর । রবিবার সল্টলেকের বাসিন্দা ওই ব্যক্তিকে ভরতি করা হয়েছিল একটি বেসরকারু হাসপাতালে । গতরাতে তাঁর নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে । এদিকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন টালিগঞ্জের বাসিন্দা আরও একজন কোরোনায় আক্রান্ত হন। গতরাতে তাঁরও নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে ।

যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই দুই আক্রান্তের ক্ষেত্রে কোনও ট্র্যাভেল হিস্ট্রি পাওয়া যায়নি । তাহলে প্রশ্ন উঠেছে কীভাবে ঘটল সংক্রমণ । তাঁরা কাদের সংস্পর্শে এসেছিলেন । এনিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নিতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তর । শেষ খবর পাওয়া পর্যন্ত, দু'জনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । 32 বছর বয়সি ওই যুবকের বাড়ি নিজামপুরে । জানা গেছে সম্প্রতি তিনি মুম্বই থেকে ফিরেছেন । 22 মার্চ থেকে জ্বরে ভুগছিলেন তিনি । তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে ।

ABOUT THE AUTHOR

...view details