পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিদেশ থেকে রাজ‍্যে এলেই করা হবে টেস্ট - কলকাতা

ভারতে ব্রিটেন ফেরত মোট 20 জনের শরীরে কোভিড-19 এর নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে। এদিকে, কলকাতায়, ব্রিটেন ফেরত যে যুবকের শরীরে কোভিড-19 এর নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে, তাঁর চিকিৎসা চলছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ আজ এই যুবকের আবার কোভিড-19 টেস্ট করা হবে।

কোভিড পরীক্ষা
কোভিড পরীক্ষা

By

Published : Dec 31, 2020, 11:34 AM IST

কলকাতা, 31 ডিসেম্বর : কোভিড-19 ভাইরাস সার্স কোভ 2 এর নতুন স্ট্রেন এর খোঁজ পাওয়ার জেরে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। এই কারণে, ব্রিটেন থেকে যে বিমানে কলকাতায় ফিরেছেন কোভিড 19 এর নতুন স্ট্রেনে সংক্রমিত যুবক, সেই বিমানের ক্রু মেম্বার সহ সব যাত্রীর নমুনা পরীক্ষা করবে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর। শুধুমাত্র তাই নয় , এর আগে ব্রিটেন থেকে কলকাতায় এসেছে অন্য আরও দুটি বিমান। রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর ওই দুটি বিমানেরও ক্রু মেম্বার সহ সব যাত্রীর নমুনা পরীক্ষা করবে। এর পাশাপাশি রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে বিমানে চেপে যে সব যাত্রী বিদেশ থেকে আসবেন এ রাজ‍্যে, তাঁদের সকলের নমুনা পরীক্ষা করা হবে।


কোভিড-19 এর ভাইরাস এর নতুন স্ট্রেন সার্স কোভ 2 এর সংক্রমণ দেখা গিয়েছে ব্রিটেনে। সাউথ আফ্রিকা, ডেনমার্কেও কোভিড-19 এর নতুন স্ট্রেনের সংক্রমণ দেখা যাচ্ছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে ব্রিটেন থেকে বিমানে কলকাতায় আসা এক যুবকের শরীরে কোভিড-19 এর ভাইরাস এর নতুন স্ট্রেন সার্স কোভ 2 এর খোঁজ পাওয়া গিয়েছে। বুধবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এ দেশে ব্রিটেন ফেরত মোট 20 জনের শরীরে কোভিড-19 এর নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে। এদিকে, কলকাতায়, ব্রিটেন ফেরত এক যুবকের শরীরে কোভিড-19 এর নতুন স্ট্রেন এর খোঁজ পাওয়ার জেরে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর আর কোনও ঝুঁকি নিতে চাইছে না। ফলে, নতুন এই স্ট্রেনের সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য ব্যবস্থা নিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
এই ব‍্যবস্থা অনুযায়ী, 20 ডিসেম্বর যে বিমানে চেপে ব্রিটেন থেকে কলকাতায় ফিরেছেন এর কোভিড-19 নতুন স্ট্রেনে সংক্রমিত ওই যুবক, সেই বিমানের ক্রু মেম্বার সহ সব যাত্রীর নমুনা পরীক্ষা করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই বিমানে ক্রু মেম্বার এবং যাত্রী মিলিয়ে ছিলেন 222 জন। তবে, শুধুমাত্র এই বিমানটি নয়, এর আগে ব্রিটেন থেকে কলকাতায় এসেছে অন্য আরও দুটি বিমান। এই দুটি বিমানের ক্রু মেম্বার এবং যাত্রী মিলিয়ে ছিলেন 400 জন। এই 400 জনের নমুনাও রাজ‍্যের স্বাস্থ‍্য দপ্তর পরীক্ষা করবে। এই 622 জনের মধ্যে কারও ক্ষেত্রে যদি কোভিড-19 এর সংক্রমণ ধরা পড়ে, তখন দেখা হবে ওই সংক্রমণ সার্স কোভ 2 এর নতুন স্ট্রেনের কারণে হয়েছে কি না। এদিকে, শুধুমাত্র এই তিনটি বিমানের ক্রু মেম্বার এবং সব যাত্রীর নমুনা পরীক্ষার ব‍্যবস্থাও নয়। রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে বিমানে চেপে বিদেশ থেকে যে সব যাত্রী আসবেন এ রাজ‍্যে, তাঁদের প্রত‍্যেকের নমুনা পরীক্ষা করে দেখা হবে। বিদেশ থেকে আগে যাঁরা এসেছেন, তাঁদের উপরেও নজর রাখা হচ্ছে।


এদিকে, কলকাতায়, ব্রিটেন ফেরত যে যুবকের শরীরে কোভিড-19 এর নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে, তাঁর চিকিৎসা চলছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই যুবকের কোভিড 19 নেগেটিভ হয়েছে কি না, তা জানার জন্য বৃহস্পতিবার এই যুবকের আবার কোভিড-19 টেস্ট করে দেখা হবে।

ABOUT THE AUTHOR

...view details