কলকাতা, 23 নভেম্বর : রাজ্যে পরপর দু'দিন কমল কোরোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থ হওয়ার হারও ৷ কমেছে দৈনিক মৃত্যুও । 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা 3 হাজার 557 ৷ মৃত্যু হয়েছে 47 জনের ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 3 হাজার 687 জন ৷ গতকাল রাজ্যে সংক্রমিত হয়েছিল 3 হাজার591 জন ৷
রাজ্যে পরপর দু'দিন কমল দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থতার হারও - Coronavirus recovery rate Bengal
এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 3 হাজার 687 জন ৷ রাজ্যে সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে 92.80 শতাংশ ৷
এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 লাখ 59 হাজার 918 ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 8 হাজার 70 জনের ৷ এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4 লাখ 26 হাজার 816 জন ৷ রাজ্যে সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে 92.80 শতাংশ ৷
শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 847 জন ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷ অন্যদিকে জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 803 জন ৷ শেষ 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 13 জনের । 22 নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট 55 লাখ 22 হাজার 964 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল ৷ আজ আরও 42 হাজার 367 জনের নমুনা পরীক্ষা হয়েছে । এই নিয়ে রাজ্যে মোট 55 লাখ 65 হাজার 331 টি নমুনা পরীক্ষা হয়েছে । রাজ্যে বর্তমানে 25 হাজার 30 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷