কলকাতা, 8 জুন : রাজ্যে দিন দিন জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 426 জন । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 8 হাজার 613 । মৃত্যু হয়েছে 405 জনের ।
গতকাল পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 8 হাজার 187 । এদিকে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 162 জন । এপর্যন্ত রাজ্যে মোট 3 হাজার 465 জন সুস্থ হয়ে উঠেছেন । রাজ্যে বর্তমানে সুস্থ হয়ে ওঠার হার 40.22 শতাংশ । রাজ্যে গতকাল পর্যন্ত 2 লাখ 71 হাজার 74টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 9 হাজার 24 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । এখনও পর্যন্ত মোট 2 লাখ 80 হাজার 98 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখ মানুষ পিছু 3 হাজার 112টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে বর্তমানে সোয়াবের নমুনা পরীক্ষার ল্যাবরেটরির রয়েছে 43টি । এই সপ্তাহে আরও দু'টি ল্যাবরেটরি যুক্ত হয়েছে । পাশাপাশি একটি ল্যাবরেটরির এখনও অনুমোদন পাওয়া বাকি রয়েছে ।