কলকাতা, 27 অক্টোবর: পুজোর সময় যাতে জনসমাগম না হয় তার জন্য সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে আবেদন জানানো হয়েছিল । তা সত্ত্বেও যে সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়েছে তার জেরে রাজ্যে কোরোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা । ফলে হাসপাতালের বেডের সংকট আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা ।
অনেক পুজো মণ্ডপেই এবার আগের তুলনায় জনসমাগম কম হয়েছে, সেই কথা স্বীকার করে সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে গঠিত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের যুগ্ম আহ্বায়ক, চিকিৎসক পুণ্যব্রত গুণ বলেন, "সবেমাত্র পুজো শেষ হল । পুজোয় যে সংখ্যক মানুষ বেরিয়েছে তার জেরে COVID-19-এর সংক্রমণ কী রূপ নেবে, তা দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।" তিনি বলেন, "COVID-19-এর সংক্রমণ বেড়ে গেলে বেডের সংকট হবে বলে আমরা বার বার সরকারকে বলেছি । সাধারণকে বলেছি যেন পুজোর সময় তারা না বের হয়। অনেকে বিশেষ করে কলকাতার দিকের আমাদের কথা শুনেছেন । জেলাগুলির দিকে বহু স্থানে আমাদের আবেদন সেভাবে সাড়া মেলেনি । এর ফল আমাদের ভুগতে হবে। এটা কী রূপ নেবে, তা আর কয়েক দিনের মধ্যেই বুঝতে পারা যাবে।"
পুজোর আগে রাজ্যজুড়ে বেড বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে । বেড বৃদ্ধির কথা বলা হলেও পরিকাঠামো কি যথাযথ রয়েছে ? চিকিৎসক পুণ্যব্রত গুণ বলেন, "প্রোটোকল মনিটরিং টিমের হয়ে আমরা যখন বিভিন্ন হাসপাতালে পরিদর্শনে গেছি, তখন আমরা দেখেছি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ঘোষিত যে বেড, তার সঙ্গে বাস্তবের বেড সংখ্যার মধ্যে ফারাক আছে । এই ফারাক বহু ক্ষেত্রে 100 থেকে 200।" তিনি বলেন, "সরকার প্রস্তাব করল এই বেডগুলি COVID-19-এর জন্য হোক, সঙ্গে সঙ্গে বেডের সংখ্যা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে । প্রস্তুতি রয়েছে কি না, ওই বেডগুলি চালানোর মতো চিকিৎসক, নার্স এবং, অন্যান্য স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা না করে এই বেডগুলির ঘোষণা হয়ে যাচ্ছে । সুতরাং ওয়েবসাইটে বেডের সংখ্যা দেখা যাচ্ছে সেগুলি সঠিক নয় বলেই আমার মনে হয় ।"