পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্বীকৃত ল্যাবরেটরিতে কোরোনা পরীক্ষা করান, প্রতারণা রুখতে কড়া মমতা - লকডাউন

রাজ্যের কোরোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থাপনা শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন । আর কয়েক দিনের মধ্যেই কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু হবে রাজ্যে ।

COVID 19 Patient Management System
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 6, 2020, 7:08 PM IST

Updated : Aug 6, 2020, 7:46 PM IST

কলকাতা, 6 অগাস্ট : রাজ্যের কোরোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থাপনা শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন । আনা হচ্ছে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । আর কয়েক দিনের মধ্যেই এই ব্যবস্থা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন বলে জানান রাজীব সিনহা । ভারতের আর কোনও রাজ্যে এই ব্যবস্থা এখনও পর্যন্ত উপলব্ধ নেই বলে দাবি স্বরাষ্ট্রসচিবের ।

রাজ্যে প্রতিদিন 25 হাজারেও বেশি কোরোনা পরীক্ষা করা হচ্ছে । রাজ্যে বর্তমানে 11 হাজার 560 টি কোরোনা বেড রয়েছে । আক্রান্তদের জন্য চালু করা হয়েছে বিশেষ কাউন্সেলিং ব্যবস্থা । এখনও পর্যন্ত 3875 জনের কাউন্সেলিং করার ব্যবস্থা করা হয়েছে ।

রাজ্যে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা হয়েছে । চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর । 40902929 নম্বরে ফোন করলেই মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা । এছাড়া 1800313444222 নম্বরে ফোন করলেই মিলবে সব রকম পরিষেবা ।

রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে সংকটজনক অবস্থায় রয়েছে 1144 জন । আংশিক উপসর্গ রয়েছে 1043 জনের । এছাড়া কোরোনার মৃদু উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 1946 জন । রাজ্যে এখন কোরোনায় মৃত্যুর হার 2.2 শতাংশ । কো-মর্বিডিটিতে মৃত্যুর হার 87.6 শতাংশ । রাজ্য এই মুহূর্তে সুস্থতার হার 70 শতাংশেরও বেশি । 22 জুলাই থেকে রাজ্যে ব়্যাপিড টেস্ট চালু করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যে যে বেশ কিছু জায়গা থেকে কোরোনা পরীক্ষার নামে প্রতারণার খবর সামনে আসছে, সে কথা স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী । জানিয়ে দেন, "স্বীকৃত ল্যাবরেটরি ছাড়া কোরোনা পরীক্ষা করাবেন না । কোরোনা পরীক্ষার নামে প্রতারণা কোনওভাবে মেনে নেওয়া হবে না ।"

পাশাপাশি, বেসরকারি বা ও মিনিবাসের কর মকুব করল রাজ্য । 30 সেপ্টেম্বর পর্যন্ত কর মকুব করা হচ্ছে বেসরাকারি বাস ও মিনিবাসের । পুরো বছরের জন্য পারমিট ফিও মকুব করা হয়েছে । পুরোনো বকেয়া কর মেটালে জরিমানা মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরিবহন ব্যবস্থা নিয়ে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব রাজীব সিনহা ।

Last Updated : Aug 6, 2020, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details