পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনার জেরে স্থগিত PSC-র লিখিত পরীক্ষা - coronavirus updates

রাজ্যে একের পর এক কোরোনা আক্রান্তের খোঁজ মেলায় আতঙ্কিত সকলে ৷ সংক্রমণ রুখতে আপাতত বাতিল করা হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা ৷ দমকল বিভাগের শারীরিক পরীক্ষাও বাতিল করা হয়েছে আগামী 23 মার্চ থেকে ৷

COVID-19 outbreak: West Bengal PSC postponed all written exams from Mar 21 to Apr 5
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন

By

Published : Mar 21, 2020, 9:41 AM IST

কলকাতা, 21 মার্চ: রাজ্যে খোঁজ মিলেছে তৃতীয় কোরোনা আক্রান্তের ৷ রাজ্য তথা সমগ্র দেশে কোরোনা নিয়ে যে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নজরে রেখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের সমস্ত লিখিত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷

21 মার্চ থেকে আগামী 5 এপ্রিল পর্যন্ত সমস্ত লিখিত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন ৷ এর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও জরুরি বিভাগের ফায়ার অপারেটর পোস্টের শারীরিক সক্ষমতা প্রমাণের পরীক্ষাও স্থগিত রাখা হচ্ছে ৷

কোরোনা মোকাবিলায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত স্কুল, কলেজ আগামী 15 এপ্রিল অবধি বন্ধ রাখা হয়েছে ৷ বাতিল করা হয়েছে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন ৷ সরকারি কর্মীদের ভিড় এড়াতে ছুটির এক ঘণ্টা আগে অফিস থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয়েছে ৷ এবার বাতিল করা হল চাকরির পরীক্ষাও ৷

ABOUT THE AUTHOR

...view details