কলকাতা, 19 অক্টোবর : উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালের ICU অথবা ডায়ালিসিস মেশিন থেকে কোরোনা আক্রান্ত হয়ে প্রবীণ ব্যক্তির মৃত্য়ুর অভিযোগ ৷ রাজ্য়ের স্বাস্থ্য় কমিশনের দ্বারস্থ হলেন এক সরকারি আধিকারিক ৷ যদিও, সেই অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন ৷ তবে, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দুর্ব্য়বহারের অভিযোগে, হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
ICU অথবা ডায়ালিসিসের মেশিন থেকে কোরোনা সংক্রমণ? অভিযোগ কমিশনে - ডায়ালিসিস
প্রবীণ ব্যক্তির পরিবারের অভিযোগ ছিল, রোগীকে এরপর তাঁরা অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে র্যাপিড টেস্ট করে বলা হয়, এই রোগীর COVID-19 পজ়িটিভ। পরিজনদের সন্দেহ হওয়ায়, তাঁরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। এ দিকে, স্বাস্থ্য দপ্তর হস্তক্ষেপ করলে পরিবারের কাছ থেকে র্যাপিড টেস্টের রিপোর্ট ফিরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আবারও COVID টেস্ট করে বলা হয়, এই রোগীর কোরোনা নেগেটিভ। রোগীর পরিবার সেই রিপোর্ট মানতে না চাইলে RT PCR পদ্ধতিতে COVID-19 টেস্ট করার জন্য সোয়াবের নমুনা পাঠানো হয়। RT PCR পদ্ধতিতে COVID-19 টেস্টের রিপোর্টে পজ়িটিভ পাওয়া যায়।
দীর্ঘদিন ধরে কিডনির অসুখে আক্রান্ত ওই প্রবীণ ব্যক্তিকে হুগলির উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিসের জন্য় ভরতি করা হয় ৷ ভরতির পর তাঁকে ICU রাখে হাসপাতাল কর্তৃপক্ষ । সেখানেই তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এই ঘটনায় রোগীর পরিবার ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এ অভিযোগ দায়ের করে ৷ তাদের অভিযোগ, ডায়ালিসিসের মেশিন থেকে COVID-19-এ আক্রান্ত হয়েছেন সেই রোগী ৷ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও করেন তাঁরা। এও অভিযোগে জানানো হয়েছে, রোগীকে যখন ICU-তে রাখা হয়েছিল তখন ICU প্রচণ্ড ঠান্ডা ছিল। এরপর তাঁর সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI) হয়। তখন ওই নার্সিংহোম থেকে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয়। অভিযোগ, ICU-তে অত ঠান্ডা সহ্য করতে না পারার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হন এই রোগী ৷ যদিও, এ ভাবে সংক্রমিত হওয়ার বিষয়টিকে মান্যতা দেয়নি কমিশন।
তবে, এখানেই শেষ নয় ৷ পরিবারের অভিযোগ ছিল, রোগীকে এরপর তাঁরা অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে র্যাপিড টেস্ট করে বলা হয়, এই রোগীর COVID-19 পজ়িটিভ। পরিজনদের সন্দেহ হওয়ায়, তাঁরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। এ দিকে, স্বাস্থ্য দপ্তর হস্তক্ষেপ করলে পরিবারের কাছ থেকে র্যাপিড টেস্টের রিপোর্ট ফিরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আবারও COVID টেস্ট করে বলা হয়, এই রোগীর কোরোনা নেগেটিভ। রোগীর পরিবার সেই রিপোর্ট মানতে না চাইলে RT PCR পদ্ধতিতে COVID-19 টেস্ট করার জন্য সোয়াবের নমুনা পাঠানো হয়। RT PCR পদ্ধতিতে COVID-19 টেস্টের রিপোর্টে পজ়িটিভ পাওয়া যায়। দ্বিতীয় হাসপাতালের বিরুদ্ধেও দুর্ব্য়বহারের অভিযোগ জানায় কোরোনা আক্রান্ত রোগীর পরিবার । এর পরে এই রোগীকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয় ৷
কমিশন জানিয়েছে, অভিযুক্ত দুই হাসাপাতালের বক্তব্য়ও শোনে তারা ৷ তারপরেই ICU বা ডায়ালিসিস-এর মেশিন থেকে COVID-19-এ সংক্রমিত হওয়ার অভিযোগ খারিজ করে দেয় কমিশন ৷ তবে, RT PCR পদ্ধতিতে COVID-19 টেস্টর রিপোর্ট সঠিক ছিল বলে জানানো হয়েছে ৷ রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্ব্যবহারের ঘটনায় ওই দুই বেসরকারি হাসপাতালকে অভিযোগকারীর কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে।