পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ওষুধের দোকানে 100টি N-95 মাস্ক, 5 লিটার স্যানিটাইজারের সীমা নির্ধারণ স্বাস্থ্য দপ্তরের - স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা

মাস্ক ও স্যানিটাইজ়ারের কালোবাজারি রুখতে প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হল । নির্দেশিকায় জানানো হয়েছে কোনও খুচরো ওষুধের দোকানদার 100-র বেশি N95 মাস্ক রাখতে পারবেন না। রাখা যাবে না 5 লিটারের বেশি হ্যান্ড স্যানিটাইজ়ার।

ছবি
ছবি

By

Published : Apr 4, 2020, 5:39 PM IST

কলকাতা, 4 এপ্রিল : কোরোনায় কাঁপছে রাজ্য । এই মুহূর্তে সবচেয়ে জরুরি মাস্ক ও স্যানিটাইজা়র । এই পরিস্থিতির সুযোগ নিয়ে শুরু হয়েছে কালোবাজারি । কোথাও ক্রেতাদের সরাসরি বলে দেওয়া হচ্ছে দোকানে মাস্ক বা স্যানিটাইজ়ার কিছু নেই । কোথাও বা লম্বা লাইনে দাঁড়িয়ে পাঁচ-ছ'গুণ দামে মাস্ক কিনছেন মানুষজন । এবার এই কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। আজ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কোনও খুচরো ওষুধের দোকানদার 100-র বেশি N-95 মাস্ক রাখতে পারবেন না। রাখা যাবে না 5 লিটারের বেশি হ্যান্ড স্যানিটাইজ়ার। নজরদারির সময় এর থেকে বেশি জিনিস পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি দোকানো কালোবাজারি চলছে । 100 টাকার মাস্ক বিক্রি হচ্ছে 500 টাকায়। কোনও কোনও সময় সেটা 6-7 গুণ দামেও বিক্রি হচ্ছে। ব্যাপক চাহিদার জেরে কালোবাজারি চলছে হ্যান্ড স্যানিটাইজ়ারেও। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে বেশ কয়েকদিন হল মাঠে নেমেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কিন্তু তারপরও কমেনি কালোবাজারি। ইতিমধ্যেই মাস্ক হ্যান্ড স্যানিটাইজ়ারকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে জারি করা এপিডেমিক ডিজাস্টার অ্যাক্টেও সেগুলিকে অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় আনা হয়েছে ।

সমস্ত বিষয় খতিয়ে দেখার পর আজ স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, খুচরো ওষুধের দোকানে দুই এবং তিন প্লাই মাস্ক 200 টি করে রাখা যাবে মোট চারশোটি। স্টকিস্ট কিংবা ডিস্ট্রিবিউটররা রাখতে পারবে 3000 করে 6000 টি। খুচরো দোকানদার N95 মাস্ক রাখতে পারবে 100টি। স্টকিস্ট ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে সেই সংখ্যা 1000। অন্যদিকে,5 লিটারের বেশি হ্যান্ড স্যানিটাইজ়ার রাখতে পারবেন না খুচরো ব্যবসায়ীরা । স্টকিস্ট কিংবা ডিস্ট্রিবিউটররা 100 লিটারের বেশি হ্যান্ডস‍্যানিটাইজ়ার মজুত করতে পারবে না।

জারি নির্দেশিকা

এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, নির্দেশিকা পেয়ে ইতিমধ্যেই আরও সক্রিয় হয়েছে তারা । এখন থেকে তল্লাশি আরও বাড়ানো হবে। নির্দেশিকা অমান্য হলে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে। নেওয়া হবে কড়া ব্যবস্থা।

ABOUT THE AUTHOR

...view details