পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে নিম্নমুখী করোনা গ্রাফ, ফের একদিনে কলকাতায় মৃত শূন্য - কমল দৈনিক করোনা সংক্রমণ

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, এর আগে 6 ফেব্রুয়ারি কলকাতায় একদিনে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য ৷

covid 19
covid 19

By

Published : Feb 9, 2021, 8:08 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি : রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় এ রাজ্যে 119 জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে । গত সাতদিনে যা সর্বনিম্ন । একইসঙ্গে, একদিনে কলকাতায় ফের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা শূন্য ।

শেষ 24 ঘণ্টায় রাজ্যে দু'জনের মৃত্যু হয়েছে । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5 লাখ 71 হাজার 490 এবং মৃত্যুর সংখ্যা বেড়ে 10 হাজার 209 ।

আরও পড়ুন : কিষান সম্মান নিধি নিয়ে ফের সওয়াল রাজ্যপালের

তবে, এই প্রথম নয় ‌। এর আগে 6 ফেব্রুয়ারি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনেও করোনা সংক্রমণে একদিনে কলকাতায় কারও মৃত্যু হয়নি বলে জানানো হয়েছিল । যদিও, 7 ফেব্রুয়ারি একদিনে রাজ্যে পাঁচজনের মৃত্যু হয়েছিল । যার মধ্যে একজন কলকাতার বলে জানা যায় ।

গত সাতদিনে এ রাজ্যে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যাও । কলকাতাতেও গত এক সপ্তাহে কমেছে আক্রান্তের সংখ্যা । শেষ 24 ঘণ্টায় কলকাতায় আক্রান্ত 33 জন ।

বিগত এক সপ্তাহে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে 2 ফেব্রুয়ারি 203, 3 ফেব্রুয়ারি 201, 4 ফেব্রুয়ারি 206, 5 ফেব্রুয়ারি 194, 6 ফেব্রুয়ারি 197, 7 ফেব্রুয়ারি 193 এবং 8 ফেব্রুয়ারি 119 জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ।

আরও পড়ুন : দেশে দৈনিক সংক্রমণ 12 হাজারের নিচে

ABOUT THE AUTHOR

...view details