কলকাতা, 28 সেপ্টেম্বর : রাজ্যে সুস্থের চেয়ে আক্রান্তের সংখ্যা আজও বেশি ৷ তবে সুস্থতার হার বাড়ছে ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে সুস্থতার হার 87.54 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কোরোনা মুক্ত হয়েছেন 2 হাজার 923 জন ৷ অন্যদিকে 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 155 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 56 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 2 লাখ 50 হাজার 580 । মোট মৃতের সংখ্যা 4 হাজার 837 জন ।
গতকাল পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 2 লাখ 47 হাজার 425 । আর আজ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে আড়াই লাখের গণ্ডি পার করল । আজ 2 হাজার 923 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । সব মিলিয়ে এ পর্যন্ত মোট 2 লাখ 19 হাজার 844 জন সুস্থ হয়ে উঠল । রাজ্যে সুস্থতার হার 87.73 শতাংশ ।