কলকাতা, 24 জুলাই : শহরে আপাতত বন্ধ রয়েছে কোভ্যাক্সিনের টিকাকরণ । শুক্রবার কলকাতা পৌরনিগম জানিয়ে দিয়েছিল, রাজ্যের হাতে কোভ্যাক্সিন না থাকায় আপাতত ওই টিকা দেওয়া হবে না । তবে আজ সকাল থেকেই কলকাতা পৌরনিগমের 139টি স্বাস্থ্যকেন্দ্র ও 18টি মেগা সেন্টার থেকে কোভিশিল্ড দেওয়া হচ্ছে ।
এদিন কলকাতা শহরের টিকাকেন্দ্রগুলির বাইরে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় বহু মানুষকে । তবে কুপন ব্যবস্থা চালু হওয়ায় সুবিধা হয়েছে টিকা গ্রাহকদের । গতকালই পৌরনিগম ঘোষণা করেছিল, ভিড় সামাল দিতে টিকাকেন্দ্রগুলিতে কুপন ব্যবস্থা চালু হবে শনিবার থেকে । কথামতো আজ কুপন ব্যবস্থা চালু হয় ৷