পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Recruitment Scam: এসএসসি দুর্নীতিতে ধৃত সুবীরেশকে 14 দিনের জেল হেফাজতে পাঠাল আদালত - এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য

গত সপ্তাহে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (SSC Former Chairman Subires Bhattacharya) গ্রেফতার করে সিবিআই ৷ গত 20 সেপ্টেম্বর তাঁকে 6 দিনের জন্য সিবিআই (CBI) হেফাজতে পাঠায় আলিপুর আদালত ৷ মেয়াদ শেষে আজ তাঁকে আদালতে পেশ করা হয় ৷

court-sends-ssc-former-chairman-subires-bhattacharya-to-14-days-jc-in-ssc-recruitment-scam
SSC Recruitment Scam: এসএসসি দুর্নীতিতে ধৃত সুবীরেশকে 14 দিনের জেল হেফাজতে পাঠাল আদালত

By

Published : Sep 26, 2022, 4:24 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (SSC Former Chairman Subires Bhattacharya) ফের হেফাজতে নেওয়ার সিবিআইয়ের (CBI) আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত (Alipore Court) ৷ সোমবার আদালত সুবীরেশ ভট্টাচার্যকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷ আগামী 10 অক্টোবর তাঁকে আবার আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

গত সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই । গত 20 সেপ্টেম্বর আলিপুর আদালতে তোলা হয় তাঁকে ৷ সেদিন বিচারক তাঁকে 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ৷ সেই মেয়াদ শেষ হওয়ার পর আজ, সোমবার তাঁকে আবার আদালতে পেশ করা হয় ।

কিন্তু শুনানির নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আদালতে সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয়৷ সেই কারণে বিচারক সিবিআই আধিকারিককে তীব্র ভর্ৎসনা করেন ৷ সিবিআইয়ের তরফে আইনজীবী বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । আমাদের কাছে সঠিক তথ্য নেই ৷ তাই কাগজপত্র জোগাড় করতে সময় লাগছে । দুর্নীতি একজনের সঙ্গে হয়নি । হাজার হাজার প্রার্থীর সঙ্গে হয়েছে ।’’

বিচারক জানতে চান, সুবীরেশকে 23-25 সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন ? তাহলে কেন তাঁকে আটকে রাখা হয়েছে ? সুবীরেশবাবু সহযোগিতা করেছেন না, নাকি আপনাদের পর্যাপ্ত নথি নেই ?

সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান, সুবীরেশকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে । সমস্ত ধরনের সহযোগিতা করেছেন সুবীরেশ । সিবিআই কিসের ষড়যন্ত্রের কথা বলছে! সেই সঠিক তথ্য আদালতে পেশ করুক । সিবিআই যা বলছে সমস্তটাই মিথ্যা । ছয়দিনে সিবিআই কিছুই জানতে পারেনি জিজ্ঞাসাবাদ করে ! মানসিক ভাবে অত‍্যাচার করা হচ্ছে সবপক্ষের বক্তব্য শোনার পর আদালত সুবীরেশ ভট্টাচার্যকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷

আরও পড়ুন :সুবীরেশ ভট্টাচার্যের 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details