কলকাতা, 26 সেপ্টেম্বর : এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (SSC Former Chairman Subires Bhattacharya) ফের হেফাজতে নেওয়ার সিবিআইয়ের (CBI) আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত (Alipore Court) ৷ সোমবার আদালত সুবীরেশ ভট্টাচার্যকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে ৷ আগামী 10 অক্টোবর তাঁকে আবার আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
গত সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই । গত 20 সেপ্টেম্বর আলিপুর আদালতে তোলা হয় তাঁকে ৷ সেদিন বিচারক তাঁকে 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ৷ সেই মেয়াদ শেষ হওয়ার পর আজ, সোমবার তাঁকে আবার আদালতে পেশ করা হয় ।
কিন্তু শুনানির নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আদালতে সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয়৷ সেই কারণে বিচারক সিবিআই আধিকারিককে তীব্র ভর্ৎসনা করেন ৷ সিবিআইয়ের তরফে আইনজীবী বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । আমাদের কাছে সঠিক তথ্য নেই ৷ তাই কাগজপত্র জোগাড় করতে সময় লাগছে । দুর্নীতি একজনের সঙ্গে হয়নি । হাজার হাজার প্রার্থীর সঙ্গে হয়েছে ।’’