কলকাতা, 4 জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) বাড়িতে কেন প্রবেশ করেছিলেন বসিরহাটের হাফিজুল, তা জানতে চায় কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ সোমবার আলিপুর আদালত তাঁকে 11 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে (Court Sends Hafijul who trespassed Mamata Banerjee residence to Police Custody) ৷ এই সময়ের মধ্যেই হাফিজুলকে জেরা করে এই প্রশ্নের উত্তর জানতে চায় লালবাজার (Lalbazar) ৷ এমনটাই জানা গিয়েছে পুলিশের একটি সূত্র থেকে ৷
লালবাজার সূত্রে খবর, আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা ৷ সেগুলি হল, কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করলেন হাফিজুল ? তাছাড়া ঘটনার নেপথ্যে কোনও বড়সড় কারণ রয়েছে কি না ! সেই কারণেই ঘটনার পুননির্মাণ করতে চায় পুলিশ ৷ সেখানে দেখা হবে কোন পথে, কিভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেছিল হাফিজুল ৷