পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সুদীপ্ত সেনের চিঠি নিয়ে সিবিআই-কে তদন্তের নির্দেশ আদালতের - Saradha Scam

ডিসেম্বরের গোড়াতেই সারদা-কর্তা সুদীপ্ত সেন প্রেসিডেন্সি জেল থেকে যে চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিকে তদন্তের আওতায় আনতে নির্দেশ দিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

সুদীপ্ত সেনের চিঠি নিয়ে সিবিআই-কে তদন্তের নির্দেশ আদালতের
সুদীপ্ত সেনের চিঠি নিয়ে সিবিআই-কে তদন্তের নির্দেশ আদালতের

By

Published : Feb 1, 2021, 6:42 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি :ডিসেম্বরের গোড়াতেই সারদা-কর্তা সুদীপ্ত সেন প্রেসিডেন্সি জেল থেকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরে। বিস্ফোরক দাবি ছিল সেই চিঠিতে। রাজ্য রাজনীতির হেভিওয়েট ব্যক্তিত্বদের নাম করে সারদা কর্তা জানিয়েছিলেন যে কে কে তাঁর কাছ থেকে কত টাকা নিয়েছেন। সেই চিঠি নিয়ে এবার সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

সারদা-কর্তা সুদীপ্ত সেন যে চিঠি লিখেছিলেন তাতে শুভেন্দু অধিকারী, মুকুল রায়, বিমান বসু থেকে শুরু করে সুজন চক্রবর্তী ,অধীর রঞ্জন চৌধুরি-সহ একাধিক নামের উল্লেখ ছিল৷ ফলে, এই চিঠির পরিপ্রেক্ষিতে যদি সারদা মামলায় তদন্ত হয়, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির আরও একাধিক হেভিওয়েট নেতা বিপদে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট চিঠিটিকে সারদা মামলায় আওতাধীন করার অনুরোধ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। আজ, সোমবার আদালতে সুদীপ্ত সেনের তরফে আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠিটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের হাতে দেন। এরপরই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই চিঠিতে যে দাবি করা হয়েছে, তা খতিয়ে দেখতে সিবিআই-কে তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুন :ফের নেওয়া হোক টেট পরীক্ষা, মামলা কলকাতা হাইকোর্টে

সুদীপ্ত সেন যে চিঠি লিখেছিলেন সেখানে তিনি দাবি করেন, তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে 6 কোটি কোটি টাকা দিয়েছিলেন তিনি। পাশাপাশি বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে দিয়েছিলেন 9 কোটি টাকা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে দু'কোটি টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরিকে 6 কোটি টাকা দিয়েছেন বলে ওই চিঠিতে দাবি করেছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন।

ABOUT THE AUTHOR

...view details