কলকাতা, 19 জুলাই :বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সদস্য সন্দেহে ধৃত তিন যুবকের সম্পর্কে সামনে এল আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ৷ সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-কে (National Investigation Agency) এই সমস্ত তথ্য সরবরাহ করেছে বাংলাদেশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দা সংস্থা (Counter Terrorism and Intelligence Bureau) ৷ তাদের তরফে জানানো হয়েছে, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেই পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী হামলা করার ছক কষেছিল ধৃতরা ৷ তাদের এই কাজের দায়িত্ব দিয়েছিল জিয়া নামে এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ৷ এছাড়া, প্রত্যক্ষভাবে না হলেও কলকাতায় ধৃত তিন যুবক যে পরোক্ষভাবে খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত, ক্রমে সেই ধারণা আরও পোক্ত হচ্ছে গোয়েন্দাদের মনে ৷ এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ (STF) ৷
আরও পড়ুন :জেএমবি সদস্য সন্দেহে বারাসত থেকে গ্রেফতার আরও 1
গত 10 জুলাই দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তিন যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ ৷ ধৃতরা হল রবিউল ইসলাম, নাজিউর রহমান এবং শেখ সাবির ৷ এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তা হল, ধৃত তিন যুবকই জেএমবি সদস্য ৷ কলকাতায় নাশকতা চালানোর পরিকল্পনা ছিল তাদের ৷ এদিকে, বাংলাদেশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, প্রশাসনের তৎপরতায় সেদেশে অস্তিত্ব হারানোর মুখে এসে দাঁড়িয়েছে একাধিক জঙ্গি সংগঠন ৷ নিজেদের টিকিয়ে রাখতে এখন তাই অন্যান্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে হাত মেলাচ্ছে তারা ৷