পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 28, 2022, 6:59 AM IST

Updated : Aug 28, 2022, 7:32 AM IST

ETV Bharat / city

Accident in Khidderpore প্রাইভেট গাড়ির উপর উলটে গেল লরি, মৃত তৃণমূল কাউন্সিলরের ছেলে

কাটাপুকুরে দুর্ঘটনা ৷ প্রাইভেট গাড়ির উপর উলটে গেল মালবোঝাই লরি (Councilor son died by accident) ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 79 ওয়ার্ডের কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রাম কিংকর (38) ৷

Accident in Khidderpore
দুর্ঘটনায় মৃত্যু কাউন্সিলরের ছেলের

খিদিরপুর, 28 অগস্ট: প্রাইভেট গাড়ির উপর উলটে গেল মালবোঝাই লরি । সেই গাড়িতেই ছিলেন 79 নম্বর ওয়াডের কাউন্সিলার রাম পেয়ারে রামের ছেলে রাম কিংকর রাম (38)। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে (Councilor son died by accident)। খিদিরপুরের কাটাপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে তাঁকে বাইরে বার করে আনেন কলকাতা পুলিশের ডিএমজি আধিকারিকরা। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ।

পুলিশ সূত্রের খবর, এক বন্ধুকে তারাতলায় ছাড়তে গিয়েছিলেন রাম কিংকর ৷ সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি । ঘাতক লরিটিকে আটক করে সাউথ পোর্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে ।

শনিবার বৃষ্টি হওয়াতে বাবুবাজার এলাকায় একাধিক জায়গা জলমগ্ন হয়ে যায় ৷ তখন একটি লরি কাটাপুকুরের দিক থেকে আসছিল ৷ রাস্তার অবস্থা বেহাল হওয়ায় লরির চালক আন্দাজ করতে পারেননি কোথায় ড্রেন বা কোথায় খানাখন্দ রয়েছে। তাই নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায় লরিটি ৷ তারপর লরিটি ছোট গাড়িটির উপর উলটে যায় (Road Accident in Khidderpore)।

প্রাইভেট গাড়ির উপর উলটে গেল মালবোঝাই লরি

আরও পড়ুন: খিদিরপুরে মালবোঝাই লরি উলটে গেল ছোট গাড়ির উপর, মৃত এক

এলাকার বাসিন্দারা প্রথম সময় উদ্ধারকার্যে নামলেও তাঁরা ব্যর্থ হন ৷ পরে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে (Police Disaster Management Group) খবর দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তার অবস্থা খুবই খারাপ এবং রাস্তায় জল জমে থাকে, একটুখানি বৃষ্টি হলেই সেখানে এই দুর্ঘটনা।

Last Updated : Aug 28, 2022, 7:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details