কলকাতা, 25 এপ্রিল : হাসফাঁস গরমে নাজেহাল মানুষ । প্রখর রোদে পুড়ছে বাংলা । রবিবার রাজ্যের পাঁচ জেলা পড়েছিল তাপপ্রবাহের কবলে । কলকাতাতেও তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি । আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কদিন তাপমাত্রার পারদ আরও চড়বে, আরও বেশ কিছু জেলায় তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থতি ।
উচ্চমাধ্যমিক-সহ অন্যান্য পরীক্ষা এখনও চলছে । এই তীব্র গরমের মধ্যেই পরীক্ষা দিতে হচ্ছে পড়ুয়াদের । তাই পরীক্ষার সময় যাতে পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা না হয়, কেউ অসুস্থ না হয়ে পড়ে সেই জন্য সতর্কতামূলক পদক্ষেপ (Heat Wave Precautions) করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । রাজ্যে, কোথাও তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে, কোথাও তা তাপপ্রবাহের কাছাকাছি পৌঁছে গিয়েছে । এই অবস্থায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, স্কুল কর্তৃপক্ষ, স্কুল পরিদর্শক, সেন্টার ইনচার্জদের চিঠি দেওয়া হয়েছে ।