কলকাতা, 17 জুন:রাজ্যের পর্যটন বিভাগের তত্ত্বাবধানে মুর্শিদাবাদের মোতিঝিল পার্ক প্রকৃতি তীর্থের কটেজগুলির (Cottages of Motijheel Park) সংস্কারের ফলে পর্যটকদের যাতায়াত উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে । 2021 সালের নভেম্বরে জেলাশাসকের হাত থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিটিডিসিএল)-এর আওতায় আনার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এই কটেজ গুলি নিয়ে আগ্রহ বেড়েছে (WBTDCL)।
শেষ পাঁচ বছরে মোতিঝিল পার্কের থেকে রাজস্ব আদায় হয়েছিল মাত্র 16.68 লক্ষ টাকা (West Bengal tourism department)। 24 নভেম্বর ডব্লিউবিটিডিসিএল দায়িত্ব নেওয়ার পর এই কটেজগুলোর সংস্কার করা হয়েছে । আর এর ফলও মিলেছে হাতেনাতে । গত এপ্রিল থেকে আজকের দিন পর্যন্ত 1.5 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে । সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক সময়ে এই প্রকৃতিতে কটেজগুলিতে বুকিং-এর পরিমাণ লক্ষ্যণীয় ভাবে বেড়েছে ।