পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শহরজুড়ে কোরোনা সতর্কতা পোস্টার স্বাস্থ্য দপ্তরের - কোরোনাভাইরাস খবর

কোরোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না । পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবিলায় তৎপর । স্বাস্থ্য দপ্তরের এই পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা কলকাতা ।

coronavirus-awarness-poster
coronavirus-awarness-poster

By

Published : Mar 20, 2020, 2:17 AM IST

কলকাতা, ১৯ মার্চ : কোরোনার আতঙ্ক থেকে এবারে সাধারণ মানুষকে পরিত্রাণ দিতে শহর জুড়ে ঢালাও পোস্টারিং করল রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর । বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু সহ বিভিন্ন ভাষায় পোস্টার লাগিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয় । পোস্টারের প্রথমেই উল্লেখ রয়েছে, "কোরোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না । গুজব ছড়াবেন না । পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবিলায় সক্ষম ।"

কোরোনা নিয়ে বেশ কয়েকদিন ধরে তৈরি হয়েছে চরম আতঙ্ক । চলছে তামাম গুজবও । এরই মধ্যে গোমূত্র বিলি ও বিক্রির মতো অবৈজ্ঞানিক প্রক্রিয়া চালিয়ে বেশকয়েকজন অসাধু মানুষ তাদের ধান্দা চরিতার্থ করছে বলে একের পর এক অভিযোগ আসছে রাজ্য প্রশাসনের অন্দরে । সূত্রের খবর, বহু মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে এইসব কারবারীদের শরণাপন্ন হয়ে অর্থ খোয়াচ্ছেন । এই অবস্থায় আতঙ্ক ও গুজব রুখতে সচেষ্ট হল রাজ্যের স্বাস্থ্য দপ্তর । শহরজুড়ে পোস্টারিং করল তারা ।

এই পোস্টারে মানুষকে আতঙ্কিত ও গুজবে কান না দেওয়ার আবেদনের পাশাপাশি বেশকিছু সচেতনতামূলক দাওয়াই দেওয়া হয়েছে । কোরোনা মোকাবিলায় কী করবেন আর কী করবেন না, তা নির্দিষ্টভাবে পয়েন্ট করে দেওয়া হয়েছে পোস্টারে । যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । পাশাপাশি মনে করা হচ্ছে এর ফলে রাশ টানা যাবে গুজবেও।

ABOUT THE AUTHOR

...view details