পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দেশে দৈনিক সংক্রমণ পৌঁছল রেকর্ড 1.84 লাখে, করোনা লাফিয়ে বাড়ছে বঙ্গেও - ভারতে করোনা

যত দিন যাচ্ছে ততই চিন্তা আরও বাড়াচ্ছে করোনাভাইরাস ৷ দেশে এ বার দৈনিক সংক্রমণ বেড়ে 1.84 লাখ ছাড়িয়ে গেল ৷ করোনায় মৃতের সংখ্যাও হাজার ছাড়িয়েছে ৷ রাজ্যেও করোনার বাড়-বাড়ন্তে কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের ৷

coronavirus-1-dot-84-lakh-india-covid-cases-in-new-daily-high covid_cases_and_deaths_rising in bengal
দেশে দৈনিক সংক্রমণ পৌঁছল রেকর্ড 1.84 লাখে, করোনা লাফিয়ে বাড়ছে বঙ্গেও

By

Published : Apr 14, 2021, 10:10 AM IST

কলকাতা, 14 এপ্রিল: দেশে আবারও নিজের রেকর্ড নিজে ভাঙল করোনাভাইরাস ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 1,84,372 জন ৷ এখনও পর্যন্ত এটাই সর্বাধিক দৈনিক সংক্রমণ ৷ এর ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 1.38 কোটিরও বেশি ৷ এই নিয়ে টানা চার দৈনিক সংক্রমণ দেড় লাখের উপরে থাকল ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি আরও 1,027 ৷ গত 6 মাসে একদিনে করোনায় মৃতের সংখ্যা এটাই সর্বাধিক ৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 1,72,085 ৷ দেশজুড়ে এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে 11,11,79,578 জনের ৷

এ রাজ্যেও প্রায় পাঁচ হাজার ছুঁতে চলল কোভিড-19-এর দৈনিক সংক্রমণ‌ । লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও । শুধু তাই নয় । গত বছর ভাইরাসের দৈনিক সর্বাধিক সংক্রমণের রেকর্ডও ইতিমধ্যেই ভেঙে গিয়েছে এ রাজ্যে । এ দিকে, কোভিডে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের সংকট-ও চলছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে এ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল মিলিয়ে আপাতত প্রায় দেড় হাজার বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । বিভিন্ন বেসরকারি হাসপাতালকেও বেড বাড়ানোর কথা বলা হয়েছে ।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 4,817 জন । কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 20 জনের । 12 এপ্রিল এ রাজ্যে কোভিড-19-এ দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে 4,511 এবং 14 । গত 11 এপ্রিল আক্রান্ত এবং মৃত্যুর এই সংখ্যা ছিল যথাক্রমে 4,398 এবং 10 । এ দিকে, গত বছর এ রাজ্যে দৈনিক সর্বাধিক সংক্রমণ‌ হয়েছিল 22 অক্টোবরে । ওই দিন এ রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছিলেন 4,157 জন । গত বছরের কোভিড-19-এর দৈনিক সংক্রমণের সর্বাধিক এই রেকর্ড চলতি বছর এ রাজ্য অতিক্রম করে গিয়েছে গত 11 এপ্রিল ।

আরও পড়ুন:নির্বাচনী জমায়েতে মাক্স-স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করল কলকাতা হাইকোর্ট

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এ রাজ্যেও সংক্রমণ‌ এবং মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । এই অবস্থায় কোভিড-19-এর রোগীদের জন্য রাজ্যের সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে বেড বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্য দফতর । কোভিড-19 রোগীদের জন্য রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল মিলিয়ে আপাতত 1,464টি বেড বাড়ানোর কথা বলা হয়েছে । গত বছর যে সব সরকারি হাসপাতালে কোভিড-19-এর রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, এ বছর সেই সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে ।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, এমআর বাঙুর হাসপাতালে কোভিড-19 রোগীদের জন্য 441টি বেড ছিল । এই হাসপাতালে কোভিড বেডের সংখ্যা বাড়িয়ে 713 করা হয়েছে । রাজারহাটে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কোভিড-19 রোগীদের জন্য 150টি বেড ছিল । এখানে বেড বাড়িয়ে 425 করা হয়েছে । কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত বছর কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ছিল না । এই হাসপাতালে এ বার সেই ক্ষেত্রে 50টি বেডের ব্যবস্থা করা হচ্ছে । আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও গত বছর কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ছিল না । সেখানে এ বছর কোভিড-19 রোগীদের জন্য 60টি বেডের ব্যবস্থা করা হচ্ছে । বেলেঘাটা হাসপাতালে 165টি বেড ছিল ‌। এখানে কোভিড রোগীদের জন্য বেড বাড়িয়ে 315 করা হচ্ছে । কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালেও কোভিড রোগীদের জন্য বেড বাড়ানো হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details