পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবার তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা টিকা দেবে রাজ্য - তৃতীয় লিঙ্গ

এ বার করোনার টিকা দেওয়া হবে তৃতীয় লিঙ্গের মানুষদেরও । সিদ্ধান্ত রাজ্য সরকারের ।

corona vaccine to be given to third gender people in west bengal
এবার তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা টিকা দেবে রাজ্য

By

Published : May 19, 2021, 7:38 PM IST

কলকাতা, 19 মে: এ বার করোনার টিকাকরণ করা হবে তৃতীয় লিঙ্গের মানুষদেরও । এমনই নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । আগামী সপ্তাহ থেকে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কলকাতা পৌর নিগমের 96টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভিশিল্ড টিকার প্রথম ডোজ় দেওয়া হবে তাঁদের ।

রাজ্য সরকারের নতুন স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী স্পেশ্যাল ক্যাটাগরি তৈরি করা হয়েছে । এই ক্যাটাগরিতে রয়েছেন সব ধরনের পরিবহণ কর্মী, হকার, বাজারের মাছ সবজি বিক্রেতা ও মুদি দোকানের বিক্রেতারা ৷ তাঁদের সঙ্গেই রাখা হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষদেরও । করোনা টিকাকরণের নয়া নির্দেশিকা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কলকাতা পৌরনিগমের 96টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ় দেওয়া হবে । শুধু চলতি সপ্তাহেই আগামী শুক্র ও শনিবার এই স্পেশ্যাল ক্যাটাগরির মানুষদের করোনার প্রথম ডোজ় দেওয়া হবে ।

নির্দেশিকায় বলা হয়েছে এ বার থেকে কোভিশিল্ডের দ্বিতীয় টিকাকরণের ব্যবধান প্রথম ডোজ়ের থেকে 84 দিন পরে করা হয়েছে । তাই এ বার থেকে সপ্তাহে একদিন করে কলকাতা পৌর নিগমের 96 স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । কলকাতা পৌর নিগমের 96টি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুধুমাত্র সোমবার করেই এ বার দেওয়া হবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ় । এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মঙ্গলবার কোনও টিকাকরণ করা হবে না । বুধবার ধারাবাহিক নিয়ম অনুসারেই শিশুদের বিভিন্ন রকম টিকাকরণ করা হয়, সেগুলি করা হবে ।

আরও পড়ুন:সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা শ্রীলেখা-অনীকের

কলকাতা পৌর নিগমের 44টি স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ করা হচ্ছে । এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেমন টিকাকরণ করা হচ্ছিল সপ্তাহের সাত দিন ধরে, তেমনই টিকাকরণ চলবে । এ দিন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, কোভিশিল্ড টিকা রাজ্যের হাতে কম থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । যেহেতু কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ়ের সময় অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে, তাই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজ় নিতে আসছেন অনেক কম সংখ্যক মানুষ । ফলে কোভিশিল্ড টিকা অপচয় হচ্ছে । তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সপ্তাহে শুধুমাত্র সোমবার একদিনই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details