কলকাতা, 9 ফেব্রুয়ারি: আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য আগামী মাসে এ দেশে COVID-19-এর তৃতীয় টিকা হিসাবে আসতে পারে Sputnik V। এমনই আশায় রয়েছেন এ রাজ্যে Sputnik V-র তৃতীয় দফার ট্রায়ালের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। COVID-19-এর টিকা হিসাবে এই Sputnik V-র সম্ভাবনা উজ্জ্বল বলেও মনে করছেন তাঁরা।
আপৎকালীন পরিস্থিতির কারণে গত 16 জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে COVID-19-এর টিকাকরণ। এ ক্ষেত্রে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে COVID-19-এর অন্য একটি ভ্যাকসিন Sputnik V-র তৃতীয় দফার ট্রায়াল চলছে এ দেশে। 1,500 জন স্বেচ্ছাসেবকের উপর চলছে এই ট্রায়াল। পশ্চিমবঙ্গে Sputnik V-র এই ট্রায়াল চলছে কলকাতায় পঞ্চসায়রের পিয়ারলেস হাসপাতালে। শহরের বেসরকারি এই হাসপাতালে 20 জন স্বেচ্ছাসেবকের উপর চলছে Sputnik V-র এই ট্রায়াল।
Sputnik V রাশিয়ান ভ্যাকসিন। রাশিয়ার মিলিটারি ডিপার্টমেন্ট তৈরি করেছে এই টিকা। ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ ডা. শুভ্রজ্যোতি ভৌমিক বলেন, "পশ্চিমবঙ্গে একমাত্র পিয়ারলেস হাসপাতালে Sputnik V-র তৃতীয় দফার ট্রায়াল চলছে। এই টিকার প্রথম ডোজ স্বেচ্ছাসেবকদের দেওয়া হয়ে গিয়েছে। তাঁরা সকলেই ভালো আছেন।" তিনি বলেন, "Sputnik V-র তৃতীয় দফার ট্রায়ালের উপর প্রাথমিক সমীক্ষার পরে আপৎকালীন পরিস্থিতিতে এই টিকা ব্যবহারের জন্য ভারত সরকারের কাছে আবেদনের পরিকল্পনা রয়েছে।"
এ রাজ্যে Sputnik V-র তৃতীয় দফার ট্রায়ালের জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সংস্থার বিজনেস ডেভেলপমেন্ট-এর হেড স্নেহেন্দু কোনার বলেন, "Sputnik V বিশ্বে প্রথম COVID-19-এর রেজিস্ট্রার্ড টিকা। আশা করা যায়, এই ফেব্রুয়ারি মাসে Sputnik V-র ফেজ থ্রি ট্রায়াল শেষ হবে। এর পর মার্চ মাসের মধ্যে এ দেশে এই টিকার জন্য জরুরি ভিত্তিতে অথোরাইজেশন পাওয়া যাবে।" তিনি বলেন, "সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসের শেষের দিকে এ দেশে ইমারজেন্সি অথোরাইজেশন পেয়ে যেতে পারে Sputnik V। তখন হয়তো এ দেশে কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের পরে COVID-19-এর তৃতীয় টিকা হিসাবে Sputnik V সব রাজ্যে পৌঁছবে।"