- কোরোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ৷ তিনি আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৷
আনলক আপডেট : রাজ্যে একদিনে আক্রান্ত 3 হাজারের বেশি, মৃত 51 - corona update in west bengal
রাজ্যে কোরোনা সংক্রমণ
11:47 August 17
09:05 August 17
- কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের ৷ আজ ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷
- রাজ্যে সুস্থ হওয়ার হার 74.48 শতাংশ ৷
08:10 August 17
- একদিনে দক্ষিণ দিনাজপুর জেলায় রেকর্ড সংক্রমণ ৷ 180 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2308 জন ৷ মৃত্যু হয়েছে 18 জনের ৷
06:15 August 17
রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?
24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 3 হাজার 66 জন ৷ মৃত্যু হয়েছে 51 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 16 হাজার 498 জন ৷
Last Updated : Aug 17, 2020, 12:01 PM IST