পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা : প্রথম দফায় 3 হাজার বন্দীকে মুক্তির সুপারিশ - covid-19 precautions

সুপ্রিমকোর্টের নির্দেশে কমিটি গঠন করেছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ৷ এবার বিভিন্ন জেলের প্রায় 2060 জন বিচারাধীন বন্দীকে অন্তর্বর্তীকালীন জামিন ও 1018 জন সাজাপ্রাপ্ত বন্দীকে প্যারোলে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওই কমিটি ৷

HIGH COURT
HIGH COURT

By

Published : Mar 28, 2020, 12:24 PM IST

কলকাতা, 28 মার্চ : দেশজুড়ে কোরোনা ভাইরাসের সংক্রমণের জের ৷ প্রথম দফায় রাজ্যের প্রায় তিন হাজারের বেশি বন্দীকে ছাড়ার সুপারিশ করল কমিটি ৷ রাজ্যের জেলগুলিতে বন্দীর চাপ কমাতে অন্তর্বর্তী জামিন ও প্যারোলে বন্দীদের ছাড়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির । গতকাল ওই কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলের প্রায় 2060 জন বিচারাধীন বন্দীকে অন্তর্বর্তীকালীন জামিনে ও 1018 জন সাজাপ্রাপ্ত বন্দীকে প্যারোলে ছাড়া হবে ৷

কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে গত 24 মার্চ সুপ্রিমকোর্টের নির্দেশ দিয়েছিল ৷ তরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণাণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের সংশোধনাগারগুলির বর্তমান পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেয় । কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত, স্টেট লিগাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান ও কারা বিভাগের মুখ্যসচিবকে রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেয় ৷ সেই সঙ্গে কোন কোন বিচারাধীন বন্দী অন্তর্বর্তীকালীন জামিন পেতে পারে এবং কোন কোন সাজাপ্রাপ্ত বন্দীর 10 বছরের বেশি জেলখাটা হয়ে গেছে যাদের প্যারোলে ছাড়া যেতে পারে তাদেরকে চিহ্নিত করে 31 মার্চের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

তারপরই ওই কমিটি প্রথম দফায় তিন হাজারের বেশি বন্দিকে মুক্তির সুপারিশ করেছে বলে হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে । পরবর্তীতে আরও কাদের ছাড়া যেতে পারে তাদেরকেও অতিদ্রুত চিহ্নিত করার কাজ চলছে । শীঘ্রই সেটা জানাবে কমিটি । প্রসঙ্গত সুপ্রিমকোর্টের নির্দেশের পরই বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বন্দীদের ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে । এর ফলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে সাধারণ মানুষ ৷

ABOUT THE AUTHOR

...view details