পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতা পুলিশে কোরোনা সংক্রমণ 37, মমতার পাড়ায় 14 - কলকাতা পুলিশে

একদিনে কলকাতা পুলিশে কোরোনা সংক্রমণ 37 জনের। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া 18 হরিশ মুখার্জি স্ট্রিটে সংক্রমিত হয়েছেন 14 জন। কলকাতা পুলিশে কোরোনা আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে লালবাজারে পুলিশের উচ্চ আধিকারিকদের ।

corona infection
কলকাতা পুলিশে কোরোনা সংক্রমণ 37

By

Published : Jun 3, 2020, 11:47 PM IST

কলকাতা, 3 জুন: কলকাতা পুলিশে একদিনে কোরোনা সংক্রমিত হল 37 জন। তাদের সিংহভাগ পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত। ফলে লালবাজারের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজটা চওড়া হচ্ছে। কারণ কমব্যাট ফোর্সের বেশিরভাগ সদস্যকেই পাঠানো হয়েছে কোয়ারানটিন সেন্টারে।

এই মুহূর্তে আইন-শৃঙ্খলার সমস্যা হলে কী হবে তা নিয়ে চিন্তিত আধিকারিকরা । এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া 18 হরিশ মুখার্জি স্ট্রিটে সংক্রমিত হয়েছেন 14 জন।

গত 26 মে জানা যায় পুলিশ ট্রেনিং স্কুলে কর্মরত 12 জনের কোরোনা সংক্রমণ হয়েছে। পুলিশকর্মীদের দাবি ছিল, অরক্ষিত অবস্থায় কনটেইনমেন্ট জোনগুলোতে ডিউটি করার ফলেই এই সংক্রমণ হয়েছে। কথা যে অনেকটাই সত্যি তা প্রমাণ করল, একদিনে 37 জন পুলিশ কর্মীর সংক্রমণ ।

ABOUT THE AUTHOR

...view details