স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কোরোনা আক্রান্ত ফার্মাসিস্ট - ফার্মাসিস্ট
তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ওই ফার্মাসিস্ট। তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল, শুক্রবার ওই নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছেন। আজ, শনিবার তাঁকে ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। COVID-19-এ আক্রান্ত এই কর্মীর পাঁচ সহকর্মীকেও কোয়ারানটিনে পাঠানো হয়েছে।
কলকাতা, 25 এপ্রিল: কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও এবার কোরোনা সংক্রমণ দেখা দিল। এই হাসপাতালের এক ফার্মাসিস্ট COVID-19-এ আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, চিকিৎসক-নার্স- স্বাস্থ্যকর্মীদের PPE, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস-ও দিয়েছেন COVID-19-এ আক্রান্ত এই কর্মী।
সূত্রের খবর, তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ওই ফার্মাসিস্ট। তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল, শুক্রবার ওই নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছেন। আজ, শনিবার তাঁকে ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। COVID-19-এ আক্রান্ত এই কর্মীর পাঁচ সহকর্মীকেও কোয়ারানটিনে পাঠানো হয়েছে। শনিবার তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই কর্মী আক্রান্ত হলেন, তাঁর সংস্পর্শে আর কারা এসেছেন, সেই সব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
সূত্রের খবর, COVID-19-এ আক্রান্ত স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এই কর্মী পার্ক সার্কাস অঞ্চলের বাসিন্দা। তবে, হাসপাতালে যাওয়া-আসার সুবিধার জন্য তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের উল্টো দিকে একটি মসজিদে থাকতেন। এই হাসপাতালের উলটো দিকের ওই অঞ্চলে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, আক্রান্ত এই কর্মী একজন ফার্মাসিস্ট। হাসপাতাল কর্তৃপক্ষ প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিস্থিতি উপর নজর রেখে চলেছে। এ দিকে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও এক নার্স COVID-19-এ আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।