পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ 'দিদিকে বলো' - করোনার জেরে বন্ধ 'দিদিকে বলো'

কোরোনা সংক্রমণে জেরবার রাজ্য তথা দেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কবে ফের 'দিদিকে বলো' চালু হবে, তা জানাতে পারছেন না কর্মসূচির কর্মীরাও।

corona-effect-stopped-didike-balo
'দিদিকে বলো'

By

Published : Mar 24, 2020, 7:06 PM IST

কলকাতা, 24 মার্চ: কোরোনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল 'দিদিকে বলো' কর্মসূচি । আপাতত 'দিদিকে বলো' ওয়েবসাইটে গিয়ে মতামত ও সমস্যাটুকু জানানো যাবে । অন্যদিকে বর্তমানে 'দিদিকে বলো'র ফোন নম্বরে কেউ ফোন করলে জানিয়ে দেওয়া হচ্ছে, কর্মসূচিটি আপাতত বন্ধ রয়েছে ।

'দিদিকে বলো' কর্মসূচির মাধ্যমে এতদিন ৯১৩৭০৯১৩৭০ এই নম্বরে ফোন করে রাজ্যের মানুষ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও সমস্যার কথা জানাতে পারতেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কথা না বললেও উলটো দিক থেকে মিলত উত্তর ৷ কিছুদিন আগেও যা ছিল সচল ৷ বর্তমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল সেই কর্মসূচি । কোরোনা সংক্রমণে জেরবার রাজ্য তথা দেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কবে থেকে ফের এই কর্মসূচি চালু হবে, তা জানাতে পারছেন না কর্মসূচির কর্মীরাও । ফোন করলে যান্ত্রিক পদ্ধতিতে রেকর্ডেড ভয়েজ জানাচ্ছে, আপাতত বন্ধ থাকবে 'দিদিকে বলো' ৷ পাশাপাশি, জরুরি কোনও সমস্যা থাকলে 'দিদিকে বলো'র ওয়েবসাইটে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে ।

অন্যদিকে 'বাংলার গর্ব মমতা' কর্মসূচি সবে শুরু হয়েছিল । কোরোনা পরিস্থিতিতে সেটিও আপাতত বন্ধ ।

ABOUT THE AUTHOR

...view details