পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা কমে 1, কলকাতায় শূন্য - west bengal only 1

রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা কমে দাঁড়াল 1 ৷ একসপ্তাহ আগেই রাজ্যে মৃতের সংখ্যা ছিল 9 ৷ যা এক সপ্তাহের মধ্যে কমে 1এ নেমে গিয়েছে ৷ আগামীদিনে এই সংখ্যাটাই শূন্য হওয়ার অপেক্ষায় রয়েছে চিকিৎসক মহল ৷

corona death in west bengal only 1
রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা কমে 1, কলকাতায় শূন্য

By

Published : Feb 7, 2021, 9:06 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: 30 জানুয়ারি কোরোনায় এরাজ্যে 9 জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে কলকাতায় ছিলেন 2 জন। আর, এক সপ্তাহ পরে, 6 ফেব্রুয়ারি, শনিবার কোরোনায় এ রাজ্যে মৃতের সংখ্যা নেমে এল মাত্র 1 জনে, আর কলকাতায় শূন্য। রবিবার এমনই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

7 ফেব্রুয়ারি শনিবারের কোরোনা সংক্রান্ত বুলেটিনে জানানো হয়েছিল, COVID-19এ রাজ্যে গত 24 ঘণ্টায় মাত্র 1 জনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ছিলেন। কলকাতায় গত 24 ঘণ্টায় মৃত্যু সংখ্যা শূন্য। গত কয়েক দিন ধরেই অবশ্য রাজ্যে কোরোনায় মৃত্যুর সংখ্যা কমে আসছে। এক সপ্তাহ আগে, গত 30 জানুয়ারি, শনিবারের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছিল, 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছিল 9 জনের। এর মধ্যে কলকাতার 2 জন ছিলেন। বাকি 7 জনের মধ্যে উত্তর 24 পরগনার 3 জন, হুগলির 2 জন এবং হাওড়া আর দক্ষিণ 24 পরগনায় 1 জন ছিলেন।

আরও পড়ুন : রাজ্যে কোরোনায় মৃত্যু আরও এক চিকিৎসকের
তারপরেও মৃত্যুর সংখ্যা কমেছে এ রাজ্যে। গত 4 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে কোরোনায় মৃত্যু হয়েছিল 4 জনের। এর মধ্যে কলকাতার 1 জন। বাকি 3 জনের মধ্যে উত্তর 24 পরগনার 2 জন এবং জলপাইগুড়ির 1 জন। গত 5 ফেব্রুয়ারি কোরোনায় মৃত্যু হয়েছিল 2 জনের। এর মধ্যে কলকাতার 1 জন এবং উত্তর 24 পরগনার 1 জন। আর, 6 ফেব্রুয়ারি রাজ্যে কোরোনায় 1 জনের মৃত্যু হয়েছে। কলকাতায় কোভিড-19-এ মৃত্যুর সংখ্যা শূন্য। তবে, গত 24 ঘণ্টায় এ রাজ্যে কোভিড-19-এ আরও 197 জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এর মধ্যে কলকাতার 43 জন রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details