কলকাতা, 17 মার্চ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হল বিধানসভায় । মুখ্যমন্ত্রী বঙ্গবন্ধুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান । কোরোনা আতঙ্কের জেরে এবার বাংলাদেশ সফর বাতিল করেছেন তিনি ৷
কোরোনা : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশ গেলেন না মুখ্যমন্ত্রী - Corona Fear
বিধানসভায় পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ৷ কোরোনার জেরে এবার বাংলাদেশ সফর বাতিল করছেন মুখ্যমন্ত্রী ৷
মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী জানান, কোরোনা আতঙ্ক না থাকলে তিনি বাংলাদেশ যেতেন ৷ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে তিনি, সোনিয়া গান্ধি এবং প্রধানমন্ত্রী সকলেই যেতেন ৷ বাংলাদেশের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ এই মুহূর্তে কোরোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই তাঁর মূল লক্ষ্য ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী এবং বিরোধী দলের নেতারা ৷
Last Updated : Mar 17, 2020, 9:46 PM IST