পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রাথমিকে মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ বাড়ল 13 পয়সা - central goverment

মিড ডে মিলে পড়ুয়া পিছু বাড়ল বরাদ্দ । গতবছর নভেম্বরের পর আবার বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার । আগের বরাদ্দের থেকে 3.09 শতাংশ বৃদ্ধি করে স্থির করা হয়েছে এবারের বরাদ্দ ।

মিডে মিল

By

Published : Jun 26, 2019, 2:48 PM IST

Updated : Jun 26, 2019, 7:31 PM IST

কলকাতা, 26 জুন : মিড ডে মিলে পড়ুয়া পিছু বাড়ল বরাদ্দ । গতবছর নভেম্বরের পর আবার বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার । তবে এবারও পয়সায় বৃদ্ধি হল বরাদ্দের । আগের বরাদ্দের থেকে 3.09 শতাংশ বৃদ্ধি করে স্থির করা হয়েছে এবারের বরাদ্দ । গতকালই একটি বিজ্ঞপ্তি জারি করে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক । বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকে পড়ুয়া পিছু 4.48 টাকা ও উচ্চ প্রাথমিকে প্রতি পড়ুয়া পিছু 6.71 টাকা বরাদ্দ স্থির করা হয়েছে । যার 60 শতাংশ কেন্দ্র ও 40 শতাংশ রাজ্য সরকার দেবে । কিন্তু, এত কম পয়সায় খাদ্যের মান কী করে বাড়ানো সম্ভব? প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে ।

2001 সালে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত পড়ুয়াদের জন্য মিড ডে মিল প্রকল্প শুরু হয় । সারা দেশে তা চালু হয় 2004 সালে । কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থের 60 শতাংশ দেয় ও রাজ্য দেয় 40 শতাংশ । পড়ুয়া পিছু বরাদ্দ কত হবে তা ঠিক করে দেয় কেন্দ্র । 2004 থেকে 2014-'15 অর্থবর্ষ পর্যন্ত প্রতি বছর কেন্দ্রীয় সরকার 7 শতাংশ হারে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল । কিন্তু, 2015-’16 আর্থিক বছরে সামান্য বরাদ্দ বৃদ্ধির পরে তা আবার বাড়ে 2018-'19 অর্থবর্ষে । 2018-'19 অর্থবর্ষের আগে মিড-ডে মিল খাতে বরাদ্দ প্রাথমিক পড়ুয়া পিছু ছিল 4.13 টাকা ও উচ্চ প্রাথমিক পড়ুয়া পিছু ছিল 6.18 টাকা । 2018 সালের নভেম্বরে একটি বিজ্ঞপ্তি জারি করে 5.35 শতাংশ হারে বরাদ্দ বাড়ায় কেন্দ্র । মিড ডে মিল খাতে বরাদ্দ বেড়ে তখন প্রাথমিকের পড়ুয়া পিছু 4.35 টাকা ও উচ্চ প্রাথমিকের পড়ুয়া পিছু 6.51 টাকা হয় । 2018-'19 অর্থবর্ষের এপ্রিলের 1 তারিখ থেকেই লাগু করা হয় এই বর্ধিত বরাদ্দ । কিন্তু, দেখা যায় 5.35 শতাংশ হারে বৃদ্ধি হলেও আসলে প্রাথমিকে 22 পয়সা, উচ্চ প্রাথমিকে 33 পয়সা বৃদ্ধি হয়েছিল ।

গতকাল মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক পড়ুয়া পিছু বরাদ্দ বেড়ে হয়েছে 4.48 টাকা অর্থাৎ 13 পয়সা বৃদ্ধি হয়েছে। আর উচ্চ প্রাথমিকে 6.71 টাকা অর্থাৎ, 20 পয়সা বৃদ্ধি হয়েছে । পশ্চিমবঙ্গের মতও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যাদের নিজস্ব আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে তাদের এই বরাদ্দের 40 শতাংশ দিতে হবে ও বাকি 60 শতাংশ দেবে কেন্দ্র । নর্থ ইস্টের রাজ্যগুলি ও 3টি হিমালয় অঞ্চলে অবস্থিত রাজ্য হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের ক্ষেত্রে কেন্দ্র এই বরাদ্দের 90 শতাংশ দেবে ও রাজ্য 10 শতাংশ দেবে । আর পুরোপুরি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে বরাদ্দের 100 শতাংশই কেন্দ্র দেবে । 2019-'20 অর্থবর্ষের এপ্রিলের 1 তারিখ থেকেই এই বর্ধিত বরাদ্দ লাগু করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ।

Last Updated : Jun 26, 2019, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details