পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tathagata Roy : আপাতত বঙ্গ বিজেপি বিদায়, তথাগতর টুইট ঘিরে ধোঁয়াশা, পাল্টা কটাক্ষ কুণালের - তথাগত রায়ের টুইট

পশ্চিমবঙ্গ বিজেপিকে নিয়ে টুইট করে ফের বোমা ফাটালেন তথাগত রায় (Tathagata Roy) ৷ লিখলেন, 'আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !' তাতেই শুরু হয়েছে বিতর্ক ৷ তৈরি হয়েছে ধোঁয়াশা ৷

Tathagata Roy
Tathagata Roy

By

Published : Nov 20, 2021, 9:43 AM IST

Updated : Nov 20, 2021, 10:51 AM IST

কলকাতা, 20 নভেম্বর : ফের বিতর্কিত টুইট তথাগতর (Tathagata Roy) ৷ লিখেছেন, আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি ৷ তবে পুরভোটের ফলাফলের অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷ তথাগতর এই টুইট ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ তিনি কি বিজেপিকে আপাতত বিদায় দিচ্ছেন নাকি, রাজ্য থেকে বিজেপির বিদায় বলে ইঙ্গিত দিতে চেয়েছেন ৷ যদিও এনিয়ে তথাগত খোলসা করে কিছু বলেননি ৷

শনিবার সকালে তথাগত টুইটে লেখেন, "কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না । দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম । এবার ফলেন পরিচীয়তে । পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব । আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !"

তথাগতর টুইটের পাল্টা কুণাল ঘোষ আবার টুইট করেছেন কটাক্ষের সুরে ৷ লেখেন, "বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি । তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন । পাগলা দাশুর নাটকে 'আবার সে এসেছে ফিরিয়া'-র মত সংলাপের অপেক্ষায় থাকব । তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই ।"

প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়কে বারবারই টুইট-বিতর্কে পাওয়া যায় ৷ বিরোধীদের তো বটেই নিজের দলের নেতারাও তাঁর টুইট ফলায় বিদ্ধ হয়েছেন ৷ এদিন এই টুইট ছাড়াও শাসকদলকে খোঁচা দিয়ে টুইট করেছেন তিনি ৷ ত্রিপুরায় শাসকদলের মিছিলকে কটাক্ষ করেছেন ৷ অন্য আরও দু'টি টুইটে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন ৷ বাদ যায়নি সংবাদমাধ্যমও ৷

আরও পড়ুন : Tathagata Roy : চালচলনে বদল না হলে বিলুপ্তি অবশ্যম্ভাবী, ফের তথাগতর নিশানায় বঙ্গ-বিজেপি

Last Updated : Nov 20, 2021, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details