কলকাতা, 5 নভেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ছিলেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি ও তাঁর ছেলে । গতকালই হাসপাতাল থেকে ছুটি পান দু'জনেই । তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় যেভাবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তাতে স্বাস্থ্যবিধি ভাঙা হয়েছে বলেও অভিযোগ ।
নির্মল মাজি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান । তৃণমূল কংগ্রেস প্রভাবিত চিকিৎসকদের সংগঠনের সভাপতিও তিনি । গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় চিকিৎসক, নার্স সহ তাঁর অনুগামীরা ফুল দিয়ে, গান গেয়ে তাঁকে সংবর্ধনা জানান । সেই সময় হাসপাতালের আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন । এদিকে সংবর্ধনা জানানোর সময় শারীরিক দূরত্বের বিষয়টি উপেক্ষা করা হয়েছে । একজন চিকিৎসক কীভাবে এমন জমায়েতকে সমর্থন করলেন তা নিয়েই প্রশ্ন উঠছে চিকিৎসকমহলে ।