কলকাতা, 31 অগস্ট: নতুন 9 বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানেও পিছু ছাড়ল না বিতর্ক (Oath Ceremony of Calcutta HC New Judges) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) গতকালের বক্তব্যকে স্মরণ করে, বাকি বিচারপতিদের ভয় না পেতে অনুরোধ করলেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ (Arunava Ghosh) ৷ বিচারপতিদের শপথগ্রহণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অরুণাভ বলেন, ‘‘আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই এজলাসে যাব ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷’’
তিনি আরও জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আইনজীবীরা পেপার ওয়েট নিয়ে গিয়েছিলেন ৷ যা নিয়ে তিনি নাকি ভয় পেয়েছিলেন ৷ সেই খবরের প্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতির উপস্থিতিতে বার অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘‘সংবাদ মাধ্যমের প্রকাশিত হয়েছে, আমরা নাকি সেদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেপার ওয়েট নিয়ে গিয়েছিলাম ৷ আমরা মামলা নিয়ে এজলাসে যাই এবং মামলা নিয়েই আইনজীবীরা এজলাসে যাবেন ৷ আপনারা নির্ভয়ে বিচার করুন ৷ ভয় পাবেন না ৷ বিচারপতিদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ৷ আমরা আপনার সঙ্গে সহযোগিতা করার জন্যই আছি ৷’’ প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এ দিন শপথগ্রহণে উপস্থিত ছিলেন ৷