কলকাতা, 14 জুলাই : সূর্যাস্তের একটি মুহূর্ত ৷ যা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ক্যামেরাবন্দি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তার পর তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ সঙ্গে লিখেছেন কয়েকটা লাইন ৷ যার সারমর্ম হল - প্রতিটি সূর্যাস্তের পরই নতুন ভোর আসে ৷
মঙ্গলবার সন্ধে পেরিয়ে যখন রাত নামছে, তখনই মেদিনীপুরের সাংসদের টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করা হয় ৷ সঙ্গে সঙ্গে এই ছবি নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায় ৷ সূর্যাস্তের ছবি দিয়ে কি কোনও ইঙ্গিত দিতে চাইলেন দিলীপ ঘোষ ? সেই নিয়ে আলোচনা শুরু করে হয়ে যায় বিভিন্ন মহলে ৷
আরও পড়ুন :নন্দীগ্রাম মামলা অন্য হাইকোর্টে সরানোর আর্জি, সুপ্রিম কোর্টে শুভেন্দু
অতি উৎসাহী কেউ কেউ প্রশ্ন তোলেন যে তাহলে কি রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের মেয়াদ শেষের পথে ? সেটাই কি তিনি এই ছবি দিয়ে ইঙ্গিত করতে চাইলেন ? অনেকে আবার বলছেন, যে এবারের বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি বিজেপি ৷ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে এই ছবি দিয়েছেন বঙ্গ-বিজেপির শীর্ষ নেতা ৷ সূর্যাস্ত ও সূর্যোদয়ের প্রসঙ্গ টেনে বোঝাতে চেয়েছেন, বিজেপিতেও নতুন ভোর আসবে ৷