কলকাতা, 28 অক্টোবর : গোয়ায় সংগঠন গড়ে তুলতে আজ সে রাজ্যে পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর মমতার সেই সফরের ঠিক কয়েকঘণ্টা আগে জাতীয় রাজনীতিতে বিজেপির ঘুরিয়ে প্রশংসা করতে শোনা গিয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে ৷ যাঁর সংস্থা আই-প্যাক বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে তৃণমূলকে সংগঠন গড় তুলতে সাহায্য করছে ৷ সেই প্রশান্ত কিশোর গোয়ায় একটি অনলাইন প্রশ্নোত্তর পর্বে বিজেপিকে শক্তিশালী দল হিসেবে আখ্যা দেন ৷ আর তাঁর এই মন্তব্যের পর উত্তাল জাতীয় রাজনীতি ৷ যেখানে কংগ্রেসের বর্তমান পরিস্থিতির জন্য রাহুল গান্ধিকে দায়ী করেছেন প্রশান্ত কিশোর ৷ তবে, তাঁর এই মন্তব্যকে সমর্থন করেনি তৃণমূলও ৷ ভোট কুশলীর কথায়, জিতুক বা হারুক আগামী কয়েক দশকে বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে ৷ যেমন স্বাধীনতার পরবর্তী 40 বছর ছিল কংগ্রেস ৷ তাঁর মতে, ভারতে কোনও রাজনৈতিক দল একবার 30 শতাংশের বেশি ভোট পেয়ে গেলে দ্রুত প্রস্থানের সম্ভাবনা নেই ৷
ভোট কুশলী প্রশান্ত কিশোরের এই বক্তব্যের প্রকাশ্যে আসার পর, তৃণমূলের তরফ থেকেও এই বক্তব্যকে সমর্থন করা হয়নি ৷ বরং তৃণমূল সাংসদ সৌগত রায়, বিহারীবাবুর এই বক্তব্যকে তাঁর ব্যক্তিগত মতামত বলে এড়িয়ে গিয়েছেন ৷ দমদমের সাংসদের মতে, ‘‘প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের সদস্য নন ৷ তিনি আই-প্যাক বলে একটি সংগঠন চালান ৷ ওঁরা নির্বাচনী ক্ষেত্রে আমাদের সাহায্য করে ৷ তাই বলে প্রশান্ত কিশোরের কোনও নিজস্ব মতামত থাকবে না- তা তো হতে পারে না ৷ তাঁর নিজস্ব একটা মতামত থাকতেই পারে ৷ ওঁর মতামতকে ভবিষ্যদ্বাণী ভাবার প্রয়োজন নেই ৷ আগামীতে দেখা যাবে কী হয় ? উনি ওনার মতামত প্রকাশ করেছেন, তা নিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই ৷’’
আরও পড়ুন : Prashant Kishor: বিজেপি কোথাও যাচ্ছে না, সত্যিটা বুঝছেন না রাহুলই; মন্তব্য প্রশান্তর