কলকাতা, 20 মে : এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য-রাজনীতি, তখন রাজ্য সরকারের আরও একটি বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ রাজ্যের কল্যাণ ও উন্নয়ণমূলক বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা এবং পর্যবেক্ষণের জন্য নীরবে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এমন একজনকে, 2018 যাঁর নামের সঙ্গে জড়িয়েছিল 515 কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলা (Controversy erupts as Kaustav Roy becomes state committee chairman) ৷
8 মে, 2022 নয়া বিজ্ঞপ্তি জারি করে কল্যাণ ও উন্নয়ণ প্রকল্পগুলির পরিকল্পনা এবং পর্যবেক্ষণের উদ্দেশে একটি নতুন কমিটি গঠন করে রাজ্য সরকার ৷ সেই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে কৌস্তভ রায়কে। যাঁর অতীত ইতিহাস নিয়ে স্বয়ংক্রিয়ভাবেই প্রশ্ন ওঠে। অতীতে কম্পিউটার, সফটওয়্যার এবং মিডিয়ার মত একাধিক সেক্টরের সঙ্গে যুক্ত থাকা প্রথিতযশা এই ব্যবসায়ীর নামের সঙ্গে জড়িয়ে মোটা অঙ্কের অর্থ জালিয়াতি ৷ 2018 মার্চে আরপি ইনফো সিস্টেমের ডিরেক্টর হিসাবে 515 কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন কৌস্তভ রায় ৷