পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kaustav Roy : রাজ্য কমিটির চেয়ারম্যান পদে 515 কোটির ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত কৌস্তভ রায় - 515 কোটি ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত রাজ্য কমিটির চেয়ারম্যান পদে

রাজ্য সরকারের কল্যাণ ও উন্নয়ণমূলক বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা এবং পর্যবেক্ষণের জন্য নীরবে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এমন একজনকে, 2018 যাঁর নামের সঙ্গে জড়িয়েছিল 515 কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলা (Controversy erupts as Kaustav Roy becomes state committee chairman) ৷

SSC Recruitment Scam
515 কোটি ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত রাজ্য কমিটির চেয়ারম্যান পদে

By

Published : May 20, 2022, 10:22 PM IST

Updated : May 21, 2022, 1:48 PM IST

কলকাতা, 20 মে : এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য-রাজনীতি, তখন রাজ্য সরকারের আরও একটি বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ রাজ্যের কল্যাণ ও উন্নয়ণমূলক বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা এবং পর্যবেক্ষণের জন্য নীরবে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে এমন একজনকে, 2018 যাঁর নামের সঙ্গে জড়িয়েছিল 515 কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলা (Controversy erupts as Kaustav Roy becomes state committee chairman) ৷

8 মে, 2022 নয়া বিজ্ঞপ্তি জারি করে কল্যাণ ও উন্নয়ণ প্রকল্পগুলির পরিকল্পনা এবং পর্যবেক্ষণের উদ্দেশে একটি নতুন কমিটি গঠন করে রাজ্য সরকার ৷ সেই কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে কৌস্তভ রায়কে। যাঁর অতীত ইতিহাস নিয়ে স্বয়ংক্রিয়ভাবেই প্রশ্ন ওঠে। অতীতে কম্পিউটার, সফটওয়্যার এবং মিডিয়ার মত একাধিক সেক্টরের সঙ্গে যুক্ত থাকা প্রথিতযশা এই ব্যবসায়ীর নামের সঙ্গে জড়িয়ে মোটা অঙ্কের অর্থ জালিয়াতি ৷ 2018 মার্চে আরপি ইনফো সিস্টেমের ডিরেক্টর হিসাবে 515 কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন কৌস্তভ রায় ৷

কমিটি গঠনের বিজ্ঞপ্তি

আরও পড়ুন : নবাব মালিকের জেল হলে অনুব্রত-পার্থর কেন হবে না, শেওড়াফুলির সভায় প্রশ্ন শুভেন্দুর

গত বছর সেপ্টেম্বরে কৌস্তভ রায়ের মালিকানাধীন একটি বাংলা সংবাদমাধ্যম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের 'নিরাপত্তা ক্লিয়ারেন্স' অস্বীকার করার কথা উল্লেখ করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের থেকে লাইসেন্স বাতিলের সতর্কতা পেয়েছিল ৷ এমতাবস্থায় সরকারি কমিটিতে কৌস্তভ রায়ের নিযুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যার বিরুদ্ধে 515 কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ, তাঁকে কীভাবে এমন একটি পদে বসানো হল সরকারের তরফে, উঠছে প্রশ্ন ৷

Last Updated : May 21, 2022, 1:48 PM IST

For All Latest Updates

TAGGED:

Kaustav Roy

ABOUT THE AUTHOR

...view details