কলকাতা, 19 জুন : ট্রলিতে করে বৃষ্টির মধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে ৷ ছাউনি জাতীয় কিছু না থাকার জন্য ভিজতে থাকলেন রোগী ৷ শনিবার এমনই অমানবিক দৃশ্য দেখা গেল এনআরএস হাসপাতালে (Nil Ratan Sarkar Medical College and Hospital) ৷ অবশ্য এমএসভিপি জানান, এমন ঘটনা ঘটার কথা নয় ৷ রোগীদের পরিষেবা দেওয়ার সমস্ত ব্যবস্থাই রয়েছে ৷ তবু এমন কেন হল, তিনি খোঁজ নিয়ে দেখবেন ৷
এদিন সকাল থেকেই অঝোরে বৃষ্টি চলছে কলকাতা শহরে । চলছে গত কয়েকদিন ধরেই ৷ আগামিকালও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস ৷ বৃষ্টির জন্য শহরে জল জমা-সহ তৈরি হয়েছে নানা সমস্যা ৷ সেই তালিকাতেই যুক্ত হল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃষ্টিতে ভিজিয়েই রোগী নিয়ে যাওয়ার ঘটনা ৷ শনিবার এক অসুস্থ ব্যক্তিকে বৃষ্টির মধ্যে ট্রলিতে শুইয়ে নিয়ে যাওয়া হল ৷ এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন ওই রোগী ৷ পরীক্ষা-নিরীক্ষার জন্য এনআরএসের মূল বিল্ডিং থেকে ডেন্টাল কলেজের বক্ষ ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় তাঁকে । অভিযোগ, বৃষ্টির মধ্যে ভিজিয়ে ট্রলি করে রাস্তা পেরিয়ে রোগীকে নিয়ে যাওয়া হয় ৷