কলকাতা, 13 এপ্রিল : কবীর সুমনের হলটা কী ? বেলাগাম মন্তব্যে বিতর্কে জড়ান যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন গানওয়ালা ৷ মাসদু'য়েক আগে প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যানের প্রতিক্রিয়া চাওয়া হলে বাংলার এক প্রথমসারির সংবাদমাধ্যম কর্মীকে গালিগালাজ করে শিরোনামে এসেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ৷ বুধবার আবারও বেফাঁস সুমন ৷
রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একের পর ধর্ষণের ঘটনা নিয়ে ফোনে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনার নিন্দা তো দূরে থাক, উলটে ধর্ষণের প্রতিবাদে যে বা যারা সরব হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তাদের 'নপুংসক' আখ্যা দিলেন সুমন (Controversial post of Kabir Suman makes headline once again) ৷ এমনকী তাদের রাজনৈতিক রঙে রাঙিয়ে দিতেও কুন্ঠা করলেন না তিনি ৷
সুমনের বেলাগাম এবং নজিরবিহীন মন্তব্য নিয়ে ফের শোরগোল সোশ্যাল মিডিয়ায় ৷ জাতীয় পুরস্কার জয়ী গায়কের যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে ছিঃ-ছিক্কার সোশ্যাল মিডিয়ায় ৷ সুমন এদিন লেখেন, "শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ "রাজ্যজুড়ে ধর্ষণের" বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত।"
আরও পড়ুন : তিনি যদি বলে দেন ছোট ঘটনা, মেনে নাও চেপে যাও সব রটনা ! রুদ্র-বাণের নিশানায় মমতা
প্রতিবাদে সরব হয়েছেন রুদ্রনীল ঘোষ থেকে মন্দাক্রান্তা সেনরা ৷ উল্লেখ্য, সুমনের যৌন ইঙ্গিতপূর্ণ পোস্টের এই শুরু নয় ৷ 'পূর্বা'র উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় লেখা কবীর সুমনের অশ্লীল কবিতা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন নেটাগরিকরা ৷ এক কবি-পত্নীকে উদ্দেশ্য করে তাঁর এই পোস্ট বলে দাবি করেন অনেকে ৷ ঘটনার পর সুমনের কাছের মানুষেরাই বলেছিল, "ওঁর মস্তিষ্ক বিকৃতি হয়েছে ৷ চিকিৎসার আশু প্রয়োজন ৷"