পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে কনটেইনমেন্ট জ়োন বেড়ে 512

রাজ্যে বর্তমানে সবথেকে খারাপ পরিস্থিতি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ার । কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও বেশি এই চার জেলাতেই ৷

Containment zones
কলকাতার রাস্তা

By

Published : Jul 14, 2020, 6:12 AM IST

কলকাতা, 14 জুলাই : লাগামহীন সংক্রমণ পরিস্থিতির কারণে রাজ্যে অনেকটাই বাড়ল কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা । 434 থেকে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 512 । তবে পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলা আপাতত কনটেইনমেন্ট জ়োন মুক্ত । এই দুই জেলা বাদে রাজ্যের মোট 21 জেলা মিলিয়ে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 512 । কনটেইনমেন্ট জ়োনের এই পরিসংখ্যানেই স্পষ্ট রাজ্যের পরিস্থিতি কতটা ভয়াবহ ।

কোরোনার সংক্রমণ রুখতে নাজেহাল হতে হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারকে । লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । গোটা বিষয় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । লাগামহীনভাবে কোরোনার সংক্রমণ বৃদ্ধির কারণে কলকাতা-সহ চার জেলার নোডাল অফিসার বদলেছেন তিনি । অভিজ্ঞ অফিসারদের দায়িত্বভার দিয়েছেন ।

কলকাতা ছাড়াও নোডাল অফিসার বদল করা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়ায় । উল্লেখ্য, রাজ্যের মোট কনটেইনমেন্ট জ়োনের সংখ্যার অধিকাংশই এই চার জেলায় । বিশেষ করে বিপদজ্জনক জ়োনের তালিকায় একদম প্রথমেই রয়েছে কলকাতা ও উত্তর 24 পরগনা। কনটেইনমেন্ট জ়োনের বেশিরভাগটাই এই দুই জেলায় ।

ABOUT THE AUTHOR

...view details