পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"সাংবিধানিক প্রধানরা বাচ্চাদের দস্তানা পরে নেই", মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যপালের - রাজ্যপালের টুইট

একুশের সভা থেকে নাম না করে রাজ্যপালকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার তার পালটা দিলেন রাজ্যপাল ৷ বললেন, ''সাংবিধানিক পদাধিকারীরা পঙ্গু নন । তাঁদের পা-ও মাটির তৈরি নয় । আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন ।''

জগদীপ ধনকড়
রাজ্যপাল জগদীপ ধনকড়

By

Published : Jul 22, 2020, 7:13 PM IST

কলকাতা, 22 জুলাই : মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনকড় । এবার বেশ কড়া ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন তিনি । "যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পরে নেই ।" টুইটবার্তা রাজ্যপালের ৷

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজ পরপর দু'টি টুইট করেন ধনকড় । প্রথম টুইটবার্তায় তিনি লেখেন, "গত 15 জুলাই এবং 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্পর্কে যে মতামত প্রকাশ করেছেন, তা দুর্ভাগ্যজনক । যাঁরা সাংবিধানিক কর্তব্য পালন করছেন, তাঁরা বাচ্চাদের দস্তানা পরে নেই ।"

এরপর অন্য একটি বার্তায় লেখেন, "সাংবিধানিক পদাধিকারীরা খঞ্জ নন । তাঁদের পা-ও মাটির তৈরি নয় । আশা করব, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেবেন । যৌথভাবে কাজ করার পরিবেশ তৈরি করে তাঁদের দুর্দশা দূর করতে সচেষ্ট হবেন ।"

প্রসঙ্গত, 21 জুলাই তৃণমূলের ভার্চুয়াল সভার আগের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হয় । পাশাপাশি রাজ্যে বাড়তে থাকা কোরোনার সংক্রমণ ও মৃত্যু নিয়েও অমিত শাহকে বলেন ধনকড় ৷ এরপরই 21 জুলাইয়ের ভার্চুয়াল সভায় রাজ্যপালের বিরুদ্ধে মুখ খোলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ''দিল্লির এক তাঁবেদার বলেছিলেন, উপাচার্যদের শোকজ় করবেন ৷ আমি বলেছি, ক্ষমতা থাকলে শোকজ় করে দেখান ৷ গায়ে হাত দিয়ে দেখান ৷ তারপর দেখবেন, ছাত্র বিপ্লব কাকে বলে ৷'' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ টুইট করেন রাজ্যপাল ৷

ABOUT THE AUTHOR

...view details