কলকাতা, 28 জুলাই : ফের কোরোনায় মৃত্যু কলকাতা পুলিশের এক কর্মীর । নাম দেবেন্দ্রনাথ তিরকি । আজ সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে তাঁর মৃত্যু হয় ।
চারু মার্কেট থানায় কর্মরত দেবেন্দ্রনাথ লকডাউন পালন করতে নাকা চেকিং থেকে শুরু করে কন্টেনমেন্ট জ়োন সামলানো সবই করছিলেন। সহকর্মীরা জানান, সদাহাস্য দেবেন্দ্রনাথ কখনই ডিউটিতে না বলতেন না।
জুলাইয়ের মাঝামাঝি অসুস্থ হয়ে পড়েন তিনি । শরীরে কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । রিপোর্ট পজ়িটিভ এলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল । প্রাথমিক চিকিৎসায় সাড়া দিলেও গত দু'দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা । শোকবার্তায় তিনি বলেন, "আমরা আরও এক সহকর্মীকে হারালাম । আজ সকালে হাসপাতালে প্রয়াত হয়েছেন দেবেন্দ্রনাথ তিরকি। তাঁর আত্মীয় পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।"
কোরোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই একাধিক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে । কয়েকদিন আগেই সাউথ ট্রাফিক গার্ডের কনস্টেবল সেবাস্তিয়ান সাকসার কোরোনায় মৃত্যু হয় । তাঁর স্মরণসভার দিনই শিয়ালদা ট্রাফিক গার্ডে কর্মরত কনস্টেবল দিলীপ সর্দারের মৃত্যু হয়। কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ার সুব্রত দাসেরও। সম্প্রতি মৃত্যু হয়েছে কলকাতা পুলিশের ইকুইপমেন্ট সেলের OC অভিজ্ঞান মুখোপাধ্যায় ও কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণের। এই নিয়ে কলকাতা পুলিশে কর্মরত মোট ছ'জনের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল।