পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Pegasus Spyware : পেগাসাস কাণ্ডে রাজ্যের তদন্তে স্বাগত কংগ্রেসের, কটাক্ষ বাম-বিজেপির - পেগাসাস কাণ্ডে রাজ্যের তদন্তে স্বাগত কংগ্রেসের

কংগ্রেস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে এই তদন্ত কমিশনকে তীব্র কটাক্ষ করে উড়িয়ে দিয়েছে বিজেপি । সিপিআই(এম)-র মতে, এই কমিশন গঠনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হলেও এই কমিশনের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থেকেই যায় ।

sss
sss

By

Published : Jul 26, 2021, 5:02 PM IST

কলকাতা, জুলাই 26: পেগাসাস (Pegasus Spyware) নজরদারি কেলেঙ্কারিতে তদন্ত কমিশন গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ৷ আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল রাজ্যের বিরোধী দলগুলির মধ্যে । একদিকে কংগ্রেস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, অন্যদিকে এই তদন্ত কমিশনকে তীব্র কটাক্ষ করে উড়িয়ে দিয়েছে বিজেপি । সিপিআই(এম)-র মতে, এই কমিশন গঠনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হলেও এই কমিশনের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থেকেই যায় ।

বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "পেগাসাস ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্ত কমিটি গঠন করার কতটা এক্তিয়ার আছে সেটা নিয়েই প্রশ্ন আছে। যে বিষয়টি নিয়ে দেশজুড়ে এত হইচই হচ্ছে, তার কোনও প্রমাণ নেই । মুখ্যমন্ত্রীর আমলে অনেক তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কিন্ত কাজের কাজ হয়নি । তাই এই তদন্ত কতটা সফল হবে, সেটা সময়ই বলবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে রাজনীতি করতে চাইছেন । এটাও একটা ভাঁওতাবাজি । মানুষকে বোকা বানাতেই তিনি একটার পর একটা তদন্ত কমিটি গড়ে থাকেন । কাজের কাজ কিছু হয় না । তাঁর দলের নেতা মুকুল রায়ই সুপ্রিমকোর্ট মামলা করেছিলেন, মুখ্যমন্ত্রী তাঁর ফোন ট্যাপ করছেন । এখন আবার তিনিই তদন্ত কমিটি করছেন ৷"

সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য বিধাসভার প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "এই তদন্ত কমিশন গঠনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে যে একটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, সেটা পরিষ্কার ৷ ভালো প্রচেষ্টা । কিন্তু গত দশ বছরে রাজ্য সরকার অন্তত 18টি তদন্ত কমিশন গঠন করেছে ৷ যার মধ্যে 21-এ জুলাই 1993 সালের পুলিশের গুলি চালনার ঘটনার কমিশনও আছে । কিন্তু একটি কমিশনের একটি রিপোর্টও আজ পর্যন্ত রাজ্য সরকার প্রকাশ করেনি । তাই এই কমিশনের ভবিষৎ কি হবে তা নিয়ে সন্দেহ থেকে থেকেই যায় । তাছাড়া আড়িপাতার দোষে দুষ্ট এই রাজ্য সরকারও । তাই নৈতিকতার একটা প্রশ্ন থেকেই যায় ৷"

আরও পড়ুন: Pegasus-Nabanna : কমিশন গড়ে আড়িপাতার তদন্ত করবে নবান্ন

কংগ্রেস মুখপাত্র ও এআইসিসি সদস্য শুভঙ্কর সরকার রাজ্য সরকারের তদন্ত কমিশনকে স্বাগত জানাচ্ছেন । তিনি বলেন, "আমারা সব বিরোধী দল দাবি করেছিলাম, সংসদ চলাকালীন কেন্দ্রীয় সরকার যেন সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি তদন্ত করে ৷ কিন্তু তা তারা করেনি ৷ তাই রাজ্য সরকার নিজের পরিধিতে যতটা করা সম্ভব ততটাই করছে । এই সিদ্ধান্তকে স্বাগত । তবে, রাজ্য সরকারের তদন্ত কমিশনার পরিধি কতটা হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় । আশা করব, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই ইস্যুতে একটি নিরপেক্ষ তদন্ত করবে ৷"

ABOUT THE AUTHOR

...view details