কলকাতা, 15 জুন :বামেদের সঙ্গে আর জোটে থাকতে নারাজ কংগ্রেস ৷ বদলে বাংলায় ফের ‘একলা চলো’র নীতিতেই ফিরে যেতে চায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ সূত্রের খবর, নিজেদের মনের কথা জানিয়ে ইতিমধ্য়েই দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি (Sonia Gandhi) এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিকে (Rahul Gandhi) চিঠি পাঠিয়েছে তারা ৷ শোনা যাচ্ছে, বাম নেতাদের একাংশের আচরণে ক্ষুব্ধ হয়েই এই পদক্ষেপে সায় দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতাদের কেউ কেউ ৷
উল্লেখ্য়, সম্প্রতি ফরওয়ার্ড ব্লকের তরফে কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে বলা হয়, বামফ্রন্ট ক্রাচ ছাড়াই চলতে পারে ৷ তাই তার মুক্ত অর্থনীতির প্রবক্তাদের সঙ্গে থাকার কোনও দরকার নেই ৷ অন্যদিকে, রাজ্যসভার সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ইতিহাস টেনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সম্প্রতি ৷ একই পথে হেঁটেছেন নন্দীগ্রামে জোটের পরাজিত প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও ৷
আরও পড়ুন :বঙ্গে জোট না ভাঙার আর্জি জানিয়ে চিঠি মান্নানের, জবাব সোনিয়ার
এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ যদিও বিকাশের দাবি, তিনি ইতিহাসের অবতারণা করেছেন মাত্র ৷ কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না ৷ তবে তাঁর পোস্টে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে তিনি অনুতপ্ত। অন্যদিকে মীনাক্ষীর দাবি, তাঁর যে পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে, সেটা আসলে তিনি পোস্টই করেননি ! তবে কংগ্রেস এইসব যুক্তি মানতে নারাজ ৷ বিশেষ করে সাঁইবাড়ি প্রসঙ্গের উত্থাপন তারা ভালভাবে নেয়নি ৷ আর সেই কারণেই জোটসঙ্গীর সঙ্গ ত্যাগ করার পক্ষে সওয়াল করতে শুরু করেছেন রাজ্য়ের কংগ্রেস নেতাদের একাংশ ৷